মাত্র ১৫ মিনিটেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত, আশীষ নেহেরার ভালোবাসার কাহিনি হার মানাবে রূপকথার গল্পকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার আশীষ নেহেরা ‘গুজরাট টাইটান্স’-কে কোচ হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পর এই মুহূর্তে শিরোনামে রয়েছেন। প্রথম ভারতীয় কোচ হিসাবে এই কৃতিত্ব গড়েছেন প্রাক্তন ভারতীয় পেসার।নিজের খেলার সময়কালে অনেক তরুণী হৃদয়ে ঝড় তুলেছেন আশিস নেহরা। তার ব্যক্তিত্বে আকৃষ্ট হওয়া ললনার সংখ্যা নেহাত কম নয়। তাদের মধ্যেই একজন হলেন নেহেরার স্ত্রী রুশমা নেহরা। ২০০৯ সালে তারকা পেসার তার দীর্ঘদিনের বান্ধবী রুশমাকে বিয়ে করেছিলেন, যিনি একজন শিল্পী। তাদের দুজনের প্রেমের গল্পটাও খুব মজার।

নেহেরা সম্প্রতি গৌরব কাপুরের শো ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’-এ তার তরুণ বয়সের প্রেমের গল্প প্রকাশ করতে গিয়ে বলেছিলেন যে ২০০২ সালে যখন ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল তখন রুশমা ওভালে তাদের ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচের পর রুশমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর দুজনের কথাবার্তা বন্ধ হয়নি এবং তারা প্রায়ই একে অপরের সাথে দেখা করতে থাকে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। রুশমার সঙ্গে ৭ বছর গোপনে ডেট করার পর নেহেরা তার পরিবারের সদস্যদের রুশমার বিষয়ে জানিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Rushma Nehra (@rd.nehra)

এরপর ২৩শে মার্চ ২০০৯ সালে নেহেরা তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় বিয়ে নিয়ে ভাবেন। এরপরে নেহেরা যখন রুশমাকে তার চিন্তার বিষয় জানিয়েছিলেন, তখন রুশমা ভেবেছিলেন যে তিনি মজা করছেন এবং ব্যাপারটি এড়িয়ে যান হেসে। এরপরে আরও বেশ কয়েকবার প্রাক্তন ভারতীয় পেসার তার প্রেমিকার কাছে এই নিয়ে কথা বললে তখন তিনি বুঝতে পারেন যে ব্যাপারটা মজা নয়।

সেই ১৫ মিনিটের পরিকল্পনার পরে ২০০৯ সালের ২ এপ্রিল আশীষ ও রুশমার চার হাত এক হয়। বিয়ের ঠিক ২ বছরের মধ্যে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন নেহেরা। এর আগে ১৯৯৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক করা নেহেরা ১৮৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দেশের হয়ে এবং তার ঝুলিতে রয়েছে ২৩৫টি উইকেট। বর্তমানে ২ সন্তান রয়েছে আরিয়ানা নেহরা এবং অরুশকে নিয়ে খুশির জীবন পালন করছে নেহরা দম্পতি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর