“ভারত এখন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে অনেক সম্মান করে”, PCB প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি সাম্প্রতিক অতীতে একাধিকবার ভারতীয় ক্রিকেট নিয়ে নানান মন্তব্য করে শিরোনামে এসেছেন। সম্প্রতি পিসিবি প্রধান ভারত-পাকিস্তানের ক্রিকেট সমীকরণ নিয়ে বলিষ্ঠ বক্তব্য পেশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে ভারতীয় দল সাম্প্রতিক অতীতে প্রতিপক্ষ হিসাবে পাকিস্তানকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করতে শুরু করেছে। এশিয়া কাপের সুপার ফোর ও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের ফলাফলই তার এই বক্তব্যর মূল কারণ বলে অনেকে মনে করেছেন।

রামিজের এই মন্তব্য সম্পর্কে যখন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে অবহিত করা হয়েছিল, তখন তিনি এই কথার অনন্য প্রতিক্রিয়া দিয়েছেন। অশ্বিন গত সোমবার অস্ট্রেলিয়া থেকে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি রামিজের এই মন্তব্য আগে শোনেননি এবং এই বিষয়ে আলাদা করে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও মনে করেন না।

পার্থে সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় রবি অশ্বিন বলেন, “আপনি যতক্ষণ না উল্লেখ করেছেন, ততক্ষণ অবধি আমি বিষয়টি সম্পর্কে জানতামই না। যে তিনি এমন একটি বিবৃতি দিয়েছেন। আমার মতে এটি বড় ম্যাচের আগে মানসিক জোর বাড়ানোর একটি উপায়। কিন্তু দেখুন, এটা একটা ক্রিকেটের খেলা। রাজনৈতিক উত্তেজনা যাই থাকুক না কেন দলগুলোর মধ্যে যেমন সম্পর্কই থাকুক না কেন, প্রতিদ্বন্দ্বিতাটা বেশ বড় মাপের। এটা দুই দেশের মানুষের কাছেই এইরকম। কিন্তু দিন শেষে, আপনি যাই বলুন না কেন, জেতা হারা খেলার একটা অঙ্গ। তবে আমার মতে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

এরই মধ্যে আজ ভারতীয় দল অস্ট্রেলিয়ায় নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। কোহলি ও রাহুলের অনুপস্থিতিতে টপ অর্ডারে অত্যন্ত বাজে পারফরম্যান্স করেন রোহিত ও পন্থ। তবে টপ অর্ডার ভালো ব্যাটিং করতে না পারলেও ফের একবার ভারতীয় দলের ত্রাতা হয়ে দাঁড়ান সূর্যকুমার যাদব। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে ৩টি চার ও ৩টি ছক্কা সহ ৩৫ বলে ৫২ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি। তারপর দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২৯ রান করেন তারকা অলরাউন্ডার। শেষ ৩ ওভারে ২৯ রান তোলে ভারত। তবে দীনেশ কার্তিক আজ কত রান করেছেন সেটা বিসিসিআই উল্লেখ করেনি।

এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপের দাপটে ৬ ওভারের মধ্যে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেখান থেকে শেষ পর্যন্ত মাত্র ১৩ রানে জয় পায় ভারত। বোঝাই যাচ্ছে বল হাতে পাওয়ার প্লে-তে বিশেষ চিন্তা না থাকলেও ডেথ ওভার এই চিন্তা থেকেই যাচ্ছে ভারতীয় দলের। আজ ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন অর্শদীপ। ২টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর