জৈব সুরক্ষা বলয়ে অনুশীলন করার অভিনব অভিজ্ঞতা শোনালেন অশ্বিন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে প্রত্যেকটি আইপিএল (I P L) ফ্রাঞ্চাইজি এই মুহূর্তের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই নিজেদের অনুশীলন করছে। এবার ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন শোনালেন বায়ো বাবলে কিংবা জৈব সুরক্ষা বলয়ে থেকে প্র্যাকটিস করার অভিজ্ঞতা। আশ্বিনের মতে এই ভাবে বলয়ের মধ্যে প্র্যাকটিস করা এবং ল্যাবরেটরিতে বসে কাজ করা প্রায় একই ব্যাপার।

সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আগামী 19 শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এই বছরই প্রথম দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে দেখা যাবে এই ভারতীয় স্পিনারকে। অশ্বিন বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয়ে প্র্যাকটিস করা আর ল্যাবরেটরিতে গিয়ে কাজ করার মধ্যে কোন পার্থক্য নেই। আমরা ক্রিকেটাররা সে বোলারই হোক কিংবা ব্যাটসম্যান সবসময় নেটে গিয়ে নিত্য নতুন কিছু করার চেষ্টা করি। আমি বোলার হিসেবে নেটে নতুন নতুন বল করার চেষ্টা করি। যে কোন ব্যাটসম্যান নেটে গিয়ে নতুন নতুন শট খেলার চেষ্টা করেন। এইভাবে নেট প্র্যাকটিস এর মধ্যে আমরা নিজেদের খেলায় উন্নতি করি।’

আইপিএলে এতদিন চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন রবীচন্দ্রন অশ্বিন। এই প্রথমবার তিনি দিল্লির হয়ে আইপিএল খেলতে চলেছেন। এই ব্যাপারে অশ্বিন বলেছেন এই মরশুমে নতুন দলের হয়ে খেলতে পারব এটা ভেবে আমি খুবই উৎসাহিত। দিল্লি ক্যাপিটালসের পরিবেশ খুবই সুন্দর, খুবই পজেটিভ পরিবেশ। শ্রেয়স একজন অত্যন্ত দক্ষ অধিনায়ক ও সবসময় একটা চনমনে পরিবেশ তৈরি রাখে।

সম্পর্কিত খবর

X