হিন্দু মেয়েদের অসম্মান করলে… হাত কেটে নেওয়ার হুমকি খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে (Ashwini Kumar Choubey comment sparks Controversy) ৷ শনিবার তিনি বলে বসেন, যাঁরা হিন্দু সম্প্রদায়ের মেয়েদের অসম্মান করবেন, তাঁদের হাত কেটে নেওয়া হবে ! আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রর (RJD MLA Bhai Virendra) একটি বিশেষ মন্তব্যের পাল্টা জবাব দিতেই এই মন্তব্য করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

বীরেন্দ্র বলেছিলেন, ‘বিজেপি নেতৃত্ব আদতে স্ববিরোধী নীতিতে বিশ্বাসী! একদিকে তাঁরা মেরুকরণের রাজনীতি করে আমজনতার মধ্যে বিভেদ সৃষ্টি করেন৷ অপরদিকে নিজেরাই নিজেদের মেয়েদের বিয়ে দেন সংখ্যালঘু পাত্রের সঙ্গে৷’ নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে উদাহরণও দেন। দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর জোশির নাম প্রসঙ্গ উদাহরণ হিসাবে বলেন তিনি।’

ওই মন্তব্যের পাল্টা দেন লোকসভার সাংসদ অশ্বিনী কুমার চৌবে। তিনি বলেন, ‘সনাতন ধর্মের কন্যাসন্তানরা, যাঁদের সাধারণত হিন্দু সন্তান বলা হয়, তাঁরা আদতে ভারতের কন্যা ৷ যিনি বা যাঁরা এই হিন্দু কন্যাদের সম্মান ও সম্ভ্রমের সঙ্গে খেলা করবেন, তাঁদের হাত কেটে নেওয়া হবে৷ আরজেডি নেতারা যদি মনে করেন তাঁরা তাঁদের মেয়ের বিয়ে সংখ্যলঘুদের সঙ্গে দেবেন, তাহলে তাঁরা তা করতেই পারেন ৷ তেমনটা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে তাঁদের ৷ কিন্তু, ভারত একটি হিন্দু রাষ্ট্র ৷ এবং আগামী দিনেও হিন্দু রাষ্ট্রই থাকবে ৷’

bjp mla 2bjp mla 2

সম্প্রতি বীরেন্দ্র বলেছিলেন, ‘বিজেপি নেতাদের তাঁদের মেয়েদের সংখ্যালঘু পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার বদলে তাঁদের হাত থেকে রক্ষা করা উচিত।’ এর পাল্টা বিহার বিধান পরিষদের সদস্য তথা বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, আরজেডি নেতারা মানসিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন৷’ সন্তোষ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনও সংখ্যালঘু যুবক হিন্দু মেয়ে, বোনেদের দিকে অসৎ উদ্দেশ্যে নিয়ে তাকান, তাহলে তিনি সেই যুবকের আঙুল কেটে নেব।’

অপরদিকে, অশ্বিনী কুমার চৌবে বলেন, ‘যদি কোনও সংখ্যালঘু যুবক হিন্দু সম্প্রদায়ের কোনও মেয়েকে অপহরণ করেন, তাহলে সবাই দেখবে বিজেপি এর কী জবাব দেয় ! এই ধরনের পরিস্থিতি হলে বিজেপির প্রত্যেক নেতা ও কর্মী যে কারও গলা কেটে দিতে পারেন !’ হিন্দু সম্প্রদায়ের আত্মমর্যাদা ও গর্ব রক্ষা করতে তাঁরা এমনটা করতেই পারেন বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। তবে অশ্বিনীর মন্তব্যের কোনও জবাব এখনও পর্যন্ত আরজেডি শিবির থেকে আসেনি বলেই খবর।


Sudipto

সম্পর্কিত খবর