বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে বসেছেন ধর্নায়। ঠিক তার একদিন আগে অর্থাৎ গতকাল রেলমন্ত্রী ( Ashwini Vaishnaw) গুরুতর অভিযোগ তুললেন বাংলার সরকারের বিরুদ্ধে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘কেন্দ্র অর্থ বরাদ্দ বাড়ালেও রেল প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সাড়া পাওয়া যায় না।’
রেলমন্ত্রী এদিন বলেছেন, পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে ২০১৪ সালে বরাদ্দ করা হয়েছিল মোট ৪,৩৮০ কোটি টাকা। এবারের বাজেটে পশ্চিমবঙ্গকে বরাদ্দ করা হয়েছে ১৩,৮১০ কোটি টাকা। নরেন্দ্র মোদীর সরকার গত ১০ বছরে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বাড়িয়েছে প্রায় তিন গুণ। গতকালের সাধারণ বাজেট নিয়ে করা সাংবাদিক বৈঠকে এরপর রেলমন্ত্রী বাংলার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন।
আরোও পড়ুন : ডুয়ার্সের জঙ্গলে যমে মানুষে টানাটানি! প্রাণ বাঁচাতে চিতার সাথে বৃদ্ধার লড়াই, শিউরে উঠবেন কাহিনী শুনে
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রেলের প্রকল্পগুলিতে রাজ্য সরকারের কোনও উৎসাহ নেই। রাজ্য সরকারকে অনেক চিঠি লিখেছি। আধিকারিক স্তরে লাগাতার বিষয়টিতে নজরদারি চলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে সহযোগিতা চাই তা পাওয়া যায় না’। আক্ষেপের সুরে রেলমন্ত্রীর বক্তব্য, ‘সবকা সাথ, সবকা বিকাশ’- ভাবনা থেকেই অর্থ বরাদ্দ করা হয়। তবে কাজ তখনই এগোনো সম্ভব যখন ‘সবকা প্রয়াস’ থাকবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ৭ ই সেপ্টেম্বর রেল প্রকল্পে রাজ্যের সহযোগিতা চেয়ে একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার আগেও রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে লিখেছিলেন চিঠি। পূর্ব রেল গত সেপ্টেম্বর মাসে রাজ্যে ৭টি রেল ফ্লাই ওভার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। তবে নিয়ম অনুযায়ী রাজ্যের দায়িত্ব ফ্লাই ওভারের অ্যাপ্রোচ রোডের। তবে রেলকে পশ্চিমবঙ্গ সরকার জানায় যে অ্যাপ্রোচ রোড তৈরি করার ক্ষমতা বাংলার সরকারের নেই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার