বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের (India) জন্য বিশেষ মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির আহ্বান জানালেন দেশের শীর্ষ টেক কোম্পানিগুলিকে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডেটাকোয়েস্ট ইন্ডিয়া আয়োজিত ৩২ তম আইসিটি বিজনেস অ্যাওয়ার্ডস ও ডিজিটাল লিডারশিপ কনক্লেভে যোগ দিয়ে টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোকে দেশীয় প্রযুক্তির মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির বার্তা দেন।
ভারতে (India) মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির বার্তা
কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘ইনফোসিস, টিসিএস, উইপ্রোর মতো বড় সংস্থাগুলোকে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিচ্ছি।’ পাশাপাশি আমাদের দেশের জন্য একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করার বিষয়টি উল্লেখ করেন অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘আপনারা দারুণ কাজ করছেন, তবে আমাদের এখন পণ্য-কেন্দ্রিক হওয়ার সময়। কেন্দ্রীয় সরকার এতে সম্পূর্ণ সমর্থন দেবে।’
আরও পড়ুন : চিন-পাকিস্তানের দাদাগিরি ঠেকাতে হাত বাড়াল বন্ধু! রাশিয়ার সাহায্যে এবার ভারতেই তৈরি হবে “ব্রহ্মাস্ত্র”?
প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে (India) গোটা বিশ্ব মানচিত্রে শীর্ষে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রসঙ্গ উল্লেখ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সবসময় বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন। আমাদের লক্ষ্য শীর্ষ ৫ প্রযুক্তি কোম্পানির মধ্যে থাকা। একদিন জি৭ বা জি-২০ গোষ্ঠীর সঙ্গে টি৫-এর অংশ হিসেবে ধরা হবে।’
আরও পড়ুন : IPL-এ ফের উঠবে ঝড়! সবাইকে অবাক করে বড় চমক সামনে আনল KKR
আজকের সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে ভারতের অগ্রণী ভূমিকা নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এ বছরই আসতে চলেছে ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর কথায়, ‘গবেষক, ছাত্ররা যাতে সহজেই এআই মডেল তৈরি করতে পারে তাই গতকাল ১৪,০০০ জিপিইউ-এর কম্পিউট সুবিধা চালু হয়েছে।’
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অশ্বিনী বৈষ্ণব বলেন, স্বাধীন এআই মডেল, সমস্যা কেন্দ্রিক ছোট মডেল, জিপিইউ উৎপাদন, স্টার্টআপ ও প্রতিভা বিকাশের উপর বিশেষ জোর দেওয়া হবে তৃতীয় মেয়াদে। পাশাপাশি, আগামী ১২ মাসের মধ্যে ভারতের (India) নিজস্ব মৌলিক এআই মডেল তৈরি হয়ে যাবে বলেও এদিন দাবি করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।