বাংলাহান্ট ডেস্ক : অনলাইন গেমিংয়ের নেশায় বর্তমান যুব সমাজের একটা বড় অংশ বুঁদ হয়ে আছে। অত্যাধিক পরিমাণ গেমের নেশার জন্য ক্ষতি হচ্ছে তাদের মস্তিষ্ক ও মনে। এর প্রভাব পড়ছে গোটা সমাজের উপরেও। তাই কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিংয়ের উপর রাশ টানতে উদ্যোগী। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার জানিয়েছেন, নির্দিষ্ট নীতি বা নতুন আইন আনা হবে অনলাইন গেমিংয়ের জন্য।
বর্তমান যুব সমাজের উপর যেভাবে এই অনলাইন গেম প্রভাব বিস্তার করছে তা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। রবিবার একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, অনলাইন গেমের নেশায় ডুবে রয়েছে বর্তমান যুবসমাজ। এর প্রভাব ভয়ংকর। সম্প্রতিই তিনি সমস্ত রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর অনলাইন গেম ও তার প্রভাব নিয়ে বাকী মন্ত্রীদের উদ্বেগ আশঙ্কার কথাও তুলে ধরেন।
এদিন অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “অনলাইন গেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রায় প্রত্যেকটি রাজ্য। বিশেষ করে এই গেমের নেশা নিয়ে। গেমের কুপ্রভাবে সাধারণ মানুষ এমন অদ্ভুত আচরণ করছেন যা কাম্য নয়। এরফলে নষ্ট হচ্ছে সমাজের শান্তি ও সম্প্রীতি। এর জন্য স্টেক হোল্ডারদের সাথে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছি। কেন্দ্রীয় সরকার অতি দ্রুত অনলাইন গেম এর বিষয়ে নতুন আইন আনতে চলেছে।”
এদিন মন্ত্রী আরও জানান, তথ্য বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলও আনতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই ভালো সাড়া পাওয়া গেছে তথ্য সুরক্ষা বিল নিয়ে। এই বিল সারা বিশ্বের কাছে সমাদৃত হবে। কবে এই বিল পেশ করা হবে, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও খসড়া বিল প্রস্তুতির কাজ চলছে। তবে শীঘ্রই এই বিল তৈরি হয়ে যাবে।