মেয়ের বিয়ে ক্যান্সেল করে ১১০০ করোনা রোগীদের দেহ সৎকার করেছেন দিল্লী পুলিশের ASI

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারীর মধ্যে দিল্লী পুলিশের এক ASI শিরোনামে উঠে এসেছেন। নিজামুদ্দিন থানায় কর্তব্যরত ৫৭ বছরের ASI রাকেশ কুমারের কাজের প্রশংসা গোটা দেশজুড়ে হচ্ছে। ASI রাকেশ কুমারের ডিউটি ১১ এপ্রিল থেকে লোধি রোডের শ্মশানে দেওয়া হয়েছিল। এরপর ১৩ এপ্রিল থেকে রাকেশ কুমার করোনা রোগীর পরিবারদের সাহায্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

ASI বলেন, তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। করোনা আক্রান্তদের সাহায্যের সময় তিনি সবরকম সতর্কতা অবলম্বন করেন। ১৩ এপ্রিল থেকে এখনও পর্যন্ত রাকেশ ১ হাজার ১০০-র বেশি করোনায় মৃতদের সৎকার করার কাজে সাহায্য করেছেন। তাঁদের কাঁধে করে নিয়ে যাওয়া, চিতা সাজানো, ফুল দেওয়ার কাজ পর্যন্ত ASI রাকেশ কুমার করেছেন। এমনকি তিনি একাই ৫০-র বেশি মানুষের সৎকার করেছেন।

করোনার মধ্যে এমন অনেক মৃতদেহ শ্মশানে পৌঁছায়, যার সঙ্গে পরিবারের কেউ থাকে না। আবার কিছু মৃতদেহর সঙ্গে এক অথবা দুজন করে থাকেন। সেই সময় রাকেশ কুমার তাঁদের সাহায্য করেন। ASI জানান, লোধি শ্মশানে রোজ ৫৫ থেকে ৬০ জনের সৎকার হয়। আর এই সময়ে আমি আমার কর্তব্য থেকে মুখ ফেরাতে পারিনা। আর এই কারণে আমি ৫ মে হওয়া আমার মেয়ের বিয়ে পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছি।


Koushik Dutta

সম্পর্কিত খবর