মিলল না রেহাই, সলমনকে নিয়ম শেখানোর ‘অপরাধে’ মোবাইল বাজেয়াপ্ত CISF জওয়ানের

বাংলাহান্ট ডেস্ক: একদিনেই নেটদুনিয়ার হিরো হয়ে উঠেছিলেন এএসআই সোমনাথ মোহান্তি (ASI Somnath Mohanty)। মুম্বই বিমানবন্দরে সলমন খানকে (salman khan) উচিত শিক্ষা দিয়ে রাতারাতি নেটিজেনদের নজরে এসে গিয়েছিলেন তিনি। ধন‍্য ধন‍্য করছিলেন নেটনাগরিকরা। এবার সেই ‘অপরাধে’ই বড়সড় বিপদে পড়লেন এই CISF জওয়ান।

বলিউড ইন্ডাস্ট্রিতে বদরাগী মেজাজের জন‍্য বেশ দুর্নাম রয়েছে সলমনের। তিনি কাউকে তেমন পাত্তা দেন না বরং বাকিরা তাঁকে সমঝে চলেন। কিন্তু এই প্রথম এমন এক দৃশ‍্য দেখা গিয়েছে যা দেখে উৎফুল্ল নেটিজেনরা। নিন্দুকদের মতে, উচিত জবাব পেয়েছেন সলমন।

Salman Khan 2
সদ‍্য ক‍্যাটরিনা কাইফকে নিয়ে টাইগার থ্রির শুটিং শুরু করতে রাশিয়া উড়ে গিয়েছেন সলমন। দলবল নিয়ে বিমানবন্দরে এসে পৌঁছাতেই তাঁকে ক‍্যামেরা নিয়ে ঘিরে ধরে পাপারাৎজি। ব‍্যস, অভিনেতাও ব‍্যস্ত হয়ে পড়েন তাঁদের জন‍্য পোজ দিতে। এসবের মাঝে বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তার জন‍্য জরুরি কাজকর্ম টুকুও দায়সারা সেরে চলে যাচ্ছিলেন তিনি।

তার আগেই বাধা পেলেন সলমন। তাঁকে থামালেন নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান। সলমনকে বাধা দিয়ে বললেন, আগে নিয়ম ঠিকঠাক মানতে। বাকি সব পরে হবে। সতর্ক করলেন পাপারাৎজিকেও। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। ওই CISF জওয়ানকে প্রশংসায় ভরিয়ে দেন নেটনাগরিকরা। কিন্তু সলমন রাশিয়া উড়ে যেতেই বিপদে পড়েছেন তিনি।

https://www.instagram.com/reel/CSxqALdq9Xt/?utm_medium=copy_link

শোনা যাচ্ছে, নিজের ডিপার্টমেন্টেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে এএসআই সোমনাথ মোহান্তিকে। তিনি যাতে সংবাদ মাধ‍্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে না পারেন তাই ইতিমধ‍্যেই তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর