এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা, বাবরদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত শানাকারা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। একদিন আগেই সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছিল একে অপরের। সেই ম্যাচে অবশ্য বেশ দাপট দেখিয়ে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তার মানে এটা ভাবা একেবারেই ঠিক হবে না যে ফাইনালে পাকিস্তান এতো সহজে হার মেনে যাবে।

তবে গোটা টুর্নামেন্টের ধারা মেনে এই ফাইনালেও হয়তো টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত এই এশিয়া কাপের ধারা ছিল যে টসে জিতে প্রথমে ফিল্ডিং নাও এবং তারপর প্রতিপক্ষ যে টার্গেটই চাপিয়ে দিক না কেন তা চেজ করে জিতে যাও। ব্যতিক্রম ছিল ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ টি প্রায় ব্যতিক্রম হতে গিয়েও অল্পের জন্য মূলধারার হয়ে ওঠে।

আজ ফাইনালে নামার আগে এটাই বলতে হয় যে শ্রীলঙ্কার ওপেনারদের সাথে সাথে লোয়ার মিডল অর্ডারে রাজাপক্ষ এবং শানাকা দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রতিযোগিতায় শ্রীলঙ্কার স্পিনারদের পারফরম্যান্সও যথেষ্ট প্রশংসাযোগ্য। এই দুইয়ের ওপর ভর করে অবশ্যই শ্রীলঙ্কা কিছুটা খাতায়-কলমে এগিয়ে থাকবে। তবে পাকিস্তানের পেসাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। ব্যাটিং লাইনআপ হয়তো কিছুটা ধারাবাহিকতার অভাবে ভুগছে। তবে ফাইনাল ম্যাচে সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে মাঠে নামতে চাইবেন বাবর আজমরা।

সম্ভাব্য পাকিস্তান একাদশ: বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদীল শাহ, ইফতিকার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, হাসান আলী

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: নিশাঙ্কা, কুশল মেন্ডিস, গুনতিলকা, ধনঞ্জয় ডি সিলভা, রাজাপক্ষ, শানাকা, হাসারাঙ্গা, করুনারত্নে, মধুশঙ্কা, থিকসেনা,

সম্পর্কিত খবর

X