বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সিবিআই (CBI) দফতরে হাজিরার দিনে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে কটাক্ষ করে গান বেঁধেছিলেন বিখ্যাত কবিয়াল তথা বিজেপি বিধায়ক অসীম সরকার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল তার এই গান। এবার তিনি গান বাঁধলেন অনুব্রতর গ্রেফতার হওয়াকে নিয়ে। এর আগেও কবি গানের মধ্য দিয়ে গোটা বাংলা জুড়ে খ্যাতি লাভ করেছেন অসীম সরকার। গানের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনার ছন্দ মিলিয়ে মানুষের মন জয় করেছেন তিনি।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গান বাঁধেন বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকার। সেবার তাঁর গানের নাম ছিল ‘ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ।’ মারাত্মক ভাইরাল হয় সেই গান। এর আগেও ঠিক একইভাবে সিবিআইয়ের তলব এড়াতে যেদিন অনুব্রত সেদিনও গান বাঁধেন অসীমবাবু।
বিরোধীদের দাবি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করার দিনেই তিনি রাতারাতি অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই তার হাসপাতলে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ সুরে গান বেঁধেছিলেন কবিয়াল অসীম সরকার। সেবার অসীমবাবু বলেন, ‘দেখলাম যখন এসএসকেএম-এ ভর্তি হয়েছেন। কালো গাড়িতে নামলেন। কাঁধে হাত দিয়ে হাঁটছেন। দেখতে দেখতে গান লিখে ফেললাম।’
সেবার অসীমবাবুর গানের ভাষা ছিল, ‘দাদা ভর্তি হয়েছে। দাদা ভর্তি হয়েছে। সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তাঁর বেড়েছে। ভর্তি হয়েছে। সন্ত্রাসীদের লিডার দাদা, দিদি করল সেভ। ……’ গেরুয়া শিবিরের বিধায়ক কবি অসীম সরকার গানের মাধ্যমেই পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন বরাবর। তাই অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই আবার গান বাঁধলেন তিনি।
এবারে পরপর দুটো গান বেঁধেছেন তিনি। একটি অনুব্রতর গ্রেফতারের আগে। সে গানটি হলো, ‘দাদা তোমায় পারবে না আর দিদি বাঁচাতে। অপর গানটি কেষ্ট ধরা পড়ার পর বাঁধা হয়েছে। সেই গানটি হলো, ‘চোর ধরা পড়েছে সবাই শান্তি পেয়েছে।’ ইতিমধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়েছে কবিয়াল অসীম সরকারের বাঁধা গান৷