স্কুল পোশাকের মান নিয়ে প্রশ্ন তোলার জের, ছাত্রীর মা-কে চরম কটূক্তি তৃণমূল বিধায়কের! তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলার প্রায় প্রতিটি স্কুলেই নীল সাদা পোশাক প্রদান করার সূচনা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই ঘটনায় ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে। কোথাও পোশাকের মান তো আবার কোথাও স্কুলের ঐতিহ্যবাহী ইউনিফর্মের বদলে নীল সাদা পোশাকের প্রচলন কেন করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক মহল আর এবার বিতর্ক উস্কে দিয়ে এক অভিভাবিকার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)।

সাম্প্রতিক সময়ে হুগলির বিধায়ক অসিত মজুমদার একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছেন। বিরোধীদের উদ্দেশ্য করে কটাক্ষ হোক কিংবা বিতর্কিত কর্মকাণ্ড, সর্বদাই খবরে বিরাজমান তিনি। সেই ধারা বজায় রেখে গত শনিবার হুগলি গার্লস স্কুলে একটি অনুষ্ঠানে যোগদান করেন অসিতবাবু। উল্লেখ্য, ‘মুখোমুখি বিধায়ক’ নামে ওই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক এবং অভিভাবকদের মধ্যে কথোপকথন চলতে থাকে। তবে অনুষ্ঠান মঞ্চে আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন অসিত মজুমদার।

   

অনুষ্ঠানে এক অভিভাবিকার তরফ থেকে সরকারের প্রদান করা নীল সাদা পোশাকের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। পরবর্তীতে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। সূত্রের খবর, বৈঠক চলাকালীন এক ছাত্রীর মা বলে ওঠেন, “দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে আচমকা নীল সাদা ইউনিফর্ম প্রদান করা মানে কি?” এরপরই মেজাজ হারিয়ে ফেলেন অসিতবাবু।

তিনি বলেন, “তোমার সঙ্গে কোনো রকম বিতর্কে যাব না। তোমার যদি না পোষায়, এখান থেকে চলে যাও।” এমনকি পরবর্তীতে ওই অভিভাবিকার উদ্দেশ্যে তিনি বলেন, “বুঝতে পেরেছি, আপনি বড় বিপ্লবী। আপনার কোন রকম কথা আমি শুনবো না।” পরবর্তীতে বিধায়কের এহেন আচরণে হতচকিত হয়ে যায় অভিভাবকদের একাংশ।

গোটা ঘটনা প্রসঙ্গে ওই অভিভাবিকা বলেন, “উনি আমার কোন কথা শুনলেন না। আমাদের মেয়েদের যে পোশাক দেওয়া হয়েছে, তার মান অত্যন্ত নিম্ন। ওই পোশাক দিয়ে রাস্তায় বার করা সম্ভব নয়। এর আগেও সরকারের প্রদান করার পোশাক পরিয়েছি। যদি এর মান ভালো হয়, তাহলে না পরানোর কোন মানে নেই।”

Asit

একই সঙ্গে স্কুলের মিড ডে মিল এবং শৌচাগারের পরিস্থিতি নিয়েও সমালোচনা করতে শোনা গিয়েছে অভিভাবকদের একাংশকে। হুগলি গার্লস স্কুলের এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অসিত মজুমদারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “স্কুলে নিম্নমানের পোশাক নিয়ে যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। উনি (অসিত মজুমদার) ৬ থেকে ৬০, সকলকে খারাপ মন্তব্য করেন। আমি মহিলাদের বলব, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। ওনাকে নিম্নমানের পোশাক পরিয়ে বের করলে তবে বুঝতে পারবেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর