আসতে পারেননি রতন টাটা, নিজেই বাড়িতে গিয়ে সম্মানিত করে এলেন হিমন্ত বিশ্ব শর্মা

বাংলা হান্ট ডেস্কঃ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিল্পপতি রতন টাটাকে তাঁর বাড়িতে গিয়ে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘আসাম বৈভব’ দিয়ে সম্মানিত করেছেন। এর আগে ২৪ জানুয়ারি গুয়াহাটিতে রাজ্য সরকার দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে রতন টাটাকে এই সম্মান দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

অসম সরকার তার সর্বোচ্চ সম্মানের জন্য বিভিন্ন ক্ষেত্রের ১৯ জনকে নির্বাচিত করেছিল। এর মধ্যে রয়েছে COVID-19 ফ্রন্টলাইন কর্মী থেকে শুরু করে উদ্যোক্তা এবং সংরক্ষণবাদী। শিল্পপতি রতন টাটা রাজ্যের নবগঠিত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘আসাম বৈভব’-এ সম্মানিত হয়েছেন। আরও পাঁচজনকে ‘আসাম সৌরভ’ এবং ১২ জনকে ‘আসাম গৌরব’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এই পুরস্কার সংক্রান্ত নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ সম্মান আসাম বৈভব প্রতি বছর মাত্র একজনকে দেওয়া হবে। পাশাপাশি, অসম সৌরভ দেওয়া হবে তিনজনকে এবং অসম গৌরব দেওয়া হবে ১৫ জনকে। এভাবে মোট ১৯ জনকে সম্মাননা দেওয়া হবে। তবে এ বছর কিছু কারণে এই সংখ্যায় কিছুটা পরিবর্তন হয়েছে।

আগামী বছর থেকে জনগণের সুপারিশের ভিত্তিতে এসব পুরস্কার দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার শীঘ্রই একটি অনলাইন পোর্টালও শুরু করবে যেখানে রাজ্যবাসীরা তাদের পছন্দের লোকদের নাম দিতে পারবেন। প্রতি বছর ২রা ডিসেম্বর অসম দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর