CBI-র হাতে তদন্তভার দেওয়া হোক! মমতাকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী। একটি বিশেষ মামলার তদন্তভার কেন্দ্রীয় এজেন্সি CBI-র হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লেখেন তিনি। অসমের মুখ্যমন্ত্রীর লেখা এই চিঠির প্রেক্ষিতে এখনও নবান্নের কোনও বক্তব্য আসেনি।

২০২২ সালের ১৪ অক্টোবর। এই দিনই খড়গপুর আইআইটি থেকে উদ্ধার হয়েছিল অসমের পড়ুয়া ফাইজান আহমেদের দেহ। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে এখনও অসমের তিনসুকিয়া নিবাসী এই ছাত্রের মৃত্যুর তদন্ত চলছে। এবার সেই নিয়েই মমতাকে চিঠি লিখলেন হিমন্ত (Himanta Biswa Sarma)। জানা যাচ্ছে, ফরেন্সিক রিপোর্টের কথা তুলে ধরে এই চিঠি লিখেছেন তিনি। সেই সঙ্গেই ফাইজানের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জিও জানিয়েছেন।

   

বছর দুয়েক আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ারের ছাত্র ফাইজানের (Faizan Ahmed) এই রহস্য মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকে ভেঙে পড়ে তাঁর পরিবার। অভিযোগ করা হয়, ফাইজান আত্মহত্যা করেনি। তাঁর হত্যা হয়েছে। ফাইজান র‍্যাগিংয়ের শিকার হয়েছেন বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ ৮০ লাখে টিকিট বিক্রি! বাগদায় BJP-র বিরুদ্ধ সরব দলের নেতারা, নির্দল হিসেবে দাঁড়ালেন RSS কর্মী

মৃত পড়ুয়ার মা-বাবার অভিযোগের ভিত্তিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই সময়ই এই মৃত্যু রহস্যের কিনারা করতে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল। দ্বিতীয় ময়নাতদন্তের পর নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এই এই নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Himanta Biswa Sarma

জানা যাচ্ছে, এই মামলায় সঠিক তদন্তের দাবি জানিয়ে মমতাকে চিঠি লিখেছেন হিমন্ত। সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘ফাইজানের গলার ডাক দিকে গুলির দাগের ক্ষতচিহ্ন ছিল। কোপের দাগও ছিল। ফরেন্সিক রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রয়াত ছাত্রের মা-বাবা ন্যায়বিচার চাইছেন। সেই কারণে রাজ্য সরকার এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিলে প্রকৃত দোষীরা শাস্তি পাবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর