বাংলা হান্ট ডেস্কঃ ফের এক অপরাধীকে এনকাউন্টারে মারল অসম পুলিশ। চেকআপের সময় পুলিশি ঘেরাটোপ থেকে পালানোর চেষ্টা করাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হল কুখ্যাত কয়লা পাচারকারীর।
অসম পুলিশ সূত্রে খবর, কুখ্যাত কয়লা পাচারকারী আব্দুল আহাদ চৌধুরীকে শনিবার পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়। করিমগঞ্জের বাসিন্দা আব্দুলের অপরাধ জগতে প্রবেশ ঘটে কয়লা চোরাকারবারের মাধ্যমে। এরপর কয়লা পাচার সহ একাধিক অপরাধে শামিল হয় সে। করিমগঞ্জ সহ হাইলাকান্দি এলাকাতেও সে তার অপরাধের জাল বিস্তার করে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে তল্লাশির পর গত শনিবার আব্দুলকে গ্রেফতার করে অসম পুলিশ। এরপর রবিবার রাতের দিকে মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেই মূহুর্তে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সে।
হাইলাকান্দি থানার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় বলেন, “আমরা গত শনিবার কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরীকে নিজেদের হেফাজতে নিই। এরপর চেকআপের জন্য তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হঠাৎই ও আমাদের চোখের আড়ালে পালিয়ে যায় এবং আমরাও তার উদ্দেশ্যে তল্লাশি অভিযান শুরু করি। শেষ পর্যন্ত জানা যায়, আব্দুল লক্ষীনগরে লুকিয়ে রয়েছে। এরপর আমরা তাকে পুনরায় একবার গ্রেফতার করার জন্য পরিকল্পনা করি। এই মুহূর্তে গভীর রাতের দিকে বাইকে করে আসতে দেখায় আমরা তাকে আত্মসমর্পণ করতে বললেও উল্টে আব্দুল আমাদের গাড়ি লক্ষ্য করেই গুলি চালায়। ফলে আমরাও গুলি চালাতে বাধ্য হই এবং পায়ে গুলি লাগার ফলে সেখানেই তার মৃত্যু হয়।”