অসমে কংগ্রেসকে বড় ঝটকা তৃণমূলের! ঘাসফুলে যোগ দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বোরা

বাংলাহান্ট ডেস্ক : রবিবার বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। আবারও ভাঙন হাত শিবিরে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরা। শনিবারই অসমে ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য একটি খসড়া পেশ করেছেন। আর ঠিক তারপরই দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সে রাজ্যের তাবড় এই কংগ্রেস নেতা।

চার দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন রিপুন বোরা। সাংসদ পদও সামলেছেন তিনি। কিন্তু রবিবারই পদত্যাগ পত্র জমা দেন তিনি। সোনিয়া গান্ধিকে লেখা এই পদত্যাগপত্রে দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। বোরার দাবি, দলের নেতাদের একাংশ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বদলে বিজেপি সরকারের সঙ্গে গোপনে যোগসাজশ চালাচ্ছে।

এদিন নিজের পদত্যাগ পত্রে বিজেপিকে সাম্প্রদায়িক বিভাজনের প্রতীক বলেই চিহ্নিত করেছেন এই প্রাক্তন কংগ্রেস নেতা। পদত্যাগ পত্রে তিনি লেখেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ দিতে চাই। গত কয়েক বছরে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক বিভাজনের প্রতীক হয়ে উঠেছে। যা গনতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও দেশের জন্য বর হুমকি।’

এখানেই শেষ নয়, এই চিঠিতে তিনি আরও লেখেন, ‘২০১৬ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে আমাকে অসম পিসিসি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই থেকে আমি রাজ্যে কংগ্রেসের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেছি। পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস।’

সামনেই লোকসভা ভোট দেশে। এরই আগে অন্যান্য রাজ্যেও নিজেদের ভিত শক্ত করার দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আধিপত্য বিস্তারই আপাতত তাদের লক্ষ্য। তাই অসমে এই কংগ্রেস নেতার পদত্যাগ যে তৃণমূলের জন্য বড়সড় তুরুপের তাস হতে পারে, এমনটাই দাবি পর্যবেক্ষক মহলের একাংশের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর