ভয়াবহ হয়ে উঠেছে অসমের বন্যাপরিস্থিতিঃ নতুন করে মৃতের সংখ্যা ৫, বিপর্যস্ত ৪০ লক্ষ মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ অসমে (Assam) বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। ক্রমাগত বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে এই বন্যা আতঙ্ক আরও উদ্বেগ বাড়াচ্ছে। বুধবার পর্যন্ত ক্ষতিগ্রস্থ মানুষের পরিমাণ ছিল ৩৬ লক্ষেরও মানুষ। এই সংখ্যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে।

বন্যা বিধ্বস্ত অঞ্চল
বন্যা বিধস্ত অঞ্চলের মধ্যে ধেমাজি, লখিমপুর, নলবাড়ি, বরপেটা, কোকড়াঝার, গোয়ালপাড়া সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার জল ঢুকে কাজিরাঙা আর পবিতরা জঙ্গলের একাংশে অনেক ক্ষতি করে দিয়েছে। বিঘ্নিত হচ্ছে জনজীবন।

asam

বন্যার প্রকোপ
বৃহস্পতিবার অবধি পাওয়া খবর থেকে জানা যায়, ইতিমধ্যেই বন্যা প্লাবিল মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ লক্ষ। নতুন করে বন্যার ফলে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। মরিগাঁ জেলায় দু’জন এবং লক্ষিমপুর, বারপেটা ও গোলপাড়া জেলায় ১ জন করে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি রাজ্যের প্রায় ৩৩ জেলার মধ্যে বন্যা প্লাবিত হয়েছে ২৭ টি জেলা।

জারী রয়েছে ভূমিধ্বসও
বন্যার জেরে ভূমিধ্বসেও প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ৭১ জন মানুষের বন্যা জড়িত কারণে মৃত্যু ঘটলেও, ২৬ জন মানুষ মারা গিয়েছেন ভূমিধ্বসের কারণে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জন।


Smita Hari

সম্পর্কিত খবর