বাঙালি হিন্দুদের বড় উপহার দিল অসম সরকার! পাল্টে গেল করিমগঞ্জের নাম

বাংলা হান্ট ডেস্কঃ এবার রাতারাতি বদলে যেতে চলেছে আসামের করিমগঞ্জের (Karimganj) নাম। সম্প্রতি এমনই এক বড় সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। এমনিতে এদেশে নাম বদলের ইতিহাস নতুন নয়। কিন্তু আচমকা আসামের করিমগঞ্জের (Karimganj) নাম রাতারাতি কেন বদলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে অসম সরকার?

করিমগঞ্জের (Karimganj) নাম পাল্টে দিল অসম সরকার

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যুক্তি করিমগঞ্জ (Karimganj) নামের কোন আভিধানিক অর্থ নেই তাঁরা এবার এই জেলার নতুন নামের জন্য শরণাপন্ন হয়েছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু হঠাৎ এই করিমগঞ্জ জেলার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যোগসূত্র তৈরি হলেই বা কিভাবে? ইতিহাস ঘাঁটলে জানা যাবে ১৯১৯ সালে এই করিমগঞ্জ হয়েই সিলেট গিয়েছিলেন স্বয়ং রবি ঠাকুর।

গবেষকদের দাবি শ্রীহট্ট বা সিলেট সফর কালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়েই অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে নিজের ভাষায় বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন,’মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।’তাছাড়া অবিভক্ত সিলেট জেলার মধ্যে একমাত্র করিমগঞ্জই দেশভাগের পর যুক্ত হয়েছিল ভারতের সাথে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির নিঃশ্বাস! অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকতেই বেজায় খুশি পড়ুয়ারা

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই করিমগঞ্জ নামের সঙ্গে কোন ঐতিহাসিক যোগসূত্র নেই। তাই এই জেলার নাম করিমগঞ্জ থেকে পাল্টে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিচ্ছে আসাম মন্ত্রিসভা। এই শ্রীভূমি নামের সঙ্গে ইতিহাস, অভিধান রবীন্দ্রনাথের স্মৃতি সবটুকুই জড়িয়ে রয়েছে ওত-প্রোতভাবে।

karimganj

এই কারণেই খুব তাড়াতাড়ি এই করিমগঞ্জ জেলার নাম বদলে রাখা হবে ‘শ্রীভূমি’। এই নাম বদল করেই এবার নিনঃসন্দেহে বাঙালি হিন্দুদের বড় উপহার দিতে চলেছে অসম সরকার। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হবে বলেই খবর। অন্যদিকে বিরোধীদের দাবি আসলে করিম নামেই আপত্তি বিজেপির। তাই এক্ষেত্রে তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাল করেছেন মাত্র।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর