ভারতীয় দলের ম্যাচ হিট করতে মরিয়া আসাম সরকার! ঘোষিত হলো ১ দিনের ছুটি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে। এবার সময় ওডিআই সিরিজ জেতার। কাল থেকে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে শুরু হতে চলা ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল (Team India) গুয়াহাটির (Guhawati) বর্ষাপাড়া স্টেডিয়ামে। জয় দিয়েই এই সিরিজ অভিযান শুরু করতে চায় ভারতীয় দল। কারণ কাল থেকেই শুরু হচ্ছে ভারতে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযানের জন্য প্রস্তুতি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটির জন্য আসামের সরকার কামরুপ মেট্রোপলিটন জেলায় অর্ধদিবসের ছুটির নির্দেশ ঘোষণা করেছে। আসাম সরকার গত ৮ই জানুয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সকল রাজ্য সরকারী অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ম্যাচের দিন দুপুর ১ টায় বন্ধ হওয়ার অনুমতি দেয়।

এই ম্যাচের আগে ২০১৭ সালে তৈরি হওয়া গুয়াহাটির এই স্টেডিয়ামটি মাত্র তিনটি টি-টোয়েন্টি এবং শুধুমাত্র একটি ওয়ান ডে ম্যাচ আয়োজন করেছিল। বর্ষাপাড়া স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচটি আয়োজিত হয়েছিল গত বছরের ২রা অক্টোবর। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এই ভেন্যুতে। যেহেতু ম্যাচটি সপ্তাহের মাঝে অনুষ্ঠিত হচ্ছে, তাই আয়োজকরা চিন্তিত এই নিয়ে যে খুব বেশি লোক হয়তো ম্যাচ দেখতে আসবে না, কারণ তারা অফিস, স্কুল এবং কলেজে তাদের নিজের কাজে ব্যস্ত থাকবে। গুয়াহাটি দেশের ক্রিকেটের শক্তিকেন্দ্র নয়। তাই এমন অভিনব উদ্যোগ।

যদিও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আসাম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আবার কেউ কেউ শুধুমাত্র ক্রিকেটের প্রতি এত আবেগপূর্ণ না হয়ে বাকি খেলাগুলোর প্রতি ও মনোযোগী হতে অনুরোধ করেছেন।

তবে এই স্টেডিয়ামের ম্যাচ থাকাকালীন এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আরও একটি বড় কারণ রয়েছে। চলতি বছরের দেশের মাটিতে আয়োজিত হয়ে চলেছে বিশ্বকাপ। আসুন ক্রিকেট অ্যাসোসিয়েশন এই মুহূর্তে আশা করে না যে তারা বেশি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে ওই হাইভোল্টেজ টুর্নামেন্টে চলাকালীন। তাই স্টেডিয়াম পরিপূর্ণ করে তারা বিসিসিআইকে একটি বার্তা দিতে চান যাতে তারা বিশ্বকাপ আয়োজনের সময় তাদের স্টেডিয়ামের কথা ভেবে দেখেন সেই নিয়ে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর