অসমে নগরপঞ্জির চূড়ান্ত প্রকাশিত তালিকায় বাদ পরলো ১৯ লক্ষ্য লোকের নাম।

 

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে  মেনে শনিবার সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হওয়ার কথা ছিল অসম এ জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। তার আগেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুরো এলাকায়।তবে এবারও সমস্যা মিটলো না।তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম।নাগরিকপঞ্জীতে আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৩,৩০,২৭,৬৬১।

IMG 20190831 125029

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জানিয়েছেন, “যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আগামী ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন তাঁরা।” জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছিল ৪০ লক্ষ লোকের নাম। সেই সংখ্যা কমে চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে ১৯ লক্ষ লোকের ।

সম্পর্কিত খবর