বাংলাহান্ট ডেস্কঃ ছোট বেলার স্বপ্ন পূরণ হল হিমা দাসের (Hima Das)। অসম পুলিশের ডিএসপি হিসেবে নতুন পরিচয় পেলেন অ্যাথলেটিক (Athletic) হিমা দাস। পুলিশের চাকরির পাশাপাশি নিজের অ্যাথলেটিক্স ক্যারিয়ারও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চান হিমা, এমনটাও জানালেন।
প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সোনোওয়াল ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা এবং পুলিশ আধিকরকসহ পুলিশ বিভাগের একটি অনুষ্ঠানে শুক্রবার স্টার স্প্রিন্টার হিমা দাসকে এই দায়িত্ব অর্পণ করা হল। সেই সময় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এদিনের অনুষ্ঠানেই বছর ২১-র হিমা দাসের হাতে ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
https://www.facebook.com/388077574647352/posts/3794307740690968/?sfnsn=wiwspwa
এই বিশেষ সম্মান পাওয়ার পর হিমা জানান, ‘আমার খেলাধুলার জন্যই আজ আমি এই চাকরি পেয়েছি। খেলাধুলার উন্নতি করে হরিয়ানার মত অসমকেও দেশের অন্যতম সেরা পারফরম্যান্স রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। স্কুলজীবন থেকেই আমি একজন পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। মাও আমার স্বপ্নের পাশে ছিলেন। পুজোর সময় খেলনা বন্দুক কিনে দিয়ে জনগণের সেবা করার কথাও মা বলতেন’।