বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন সময়ে কখনও শিক্ষক, কখনও কংগ্রেস নেতা খুনসহ ৪২ টি মামলা তো বটেই এছাড়াও তার নামে রয়েছে একাধিক গাড়ি চুরি, ড্রাগ পাচার, তোলাবাজি, অপহরণ, মুক্তিপণের দাবি সহ প্রায় পঞ্চাশটি মামলা। আসামের এই কুখ্যাত দুস্কৃতির নাম বুবু কোনার (Bubu konar)। পুলিশের জালে আগেও ধরা পড়েছিল বুবু। নিজেই সে তার পরিচয় দেয় একজন ভাড়াটে খুনি হিসেবে। এবার এই কুখ্যাত দুষ্কৃতিকেই দীর্ঘ গুলির লড়াইয়ের পর নিকেশ করল আসাম পুলিশ। এর আগেও মাত্র তিন দিনের মধ্যে ধর্ষণের অপরাধীকে গ্রেপ্তার করায় শিরোনামে উঠে এসেছিল আসাম পুলিশের নাম(Assam pollice)। ফের একবার বুবু কোনারের ঘটনায় শিরোনামে উঠে এলেন তারা।
গতকাল রাতে এই ঘটনার কথা নিজেই টুইট করে জানিয়েছেন ডিজিপি জিপি সিংহ(G P singh)। তিনি জানান, “শিবসাগর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বুবু কনার পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে গুলির লড়াই আহত হয় সে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুবুর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিভরা পিস্তল।” যদিও কিছুক্ষণ বাদেই মৃত্যু হয় তার। সে কথা আবারও টুইট করে জানান ডিজিপি।
জানা গিয়েছে, এই কুখ্যাত দুষ্কৃতীর বয়স ছিল ৪৩ বছর। পুলিশের খাতাতে আগে থেকেই নাম ছিল তার। এর আগেও মার্চ মাসে পুলিশের হাতে ধরা পড়েছিল সে। উদ্ধার হয়েছিল প্রায় ৩৫ গ্রাম ব্রাউন সুগার। কিন্তু সেই মামলায় জামিন পেয়ে গেলেও এদিন ফের একবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বুবুর৷
পুলিশের কথা অনুযায়ী, এদিন শিবসাগর এলাকায় স্কুটারে চেপে ফিরছিল বুবু। তার সঙ্গে ছিল এক সঙ্গীও। কিন্তু পুলিশ তাকে আটকাতে গেলেই সে গুলি ছুঁড়তে শুরু করে। লড়াইয়ে বুবু আহত হলেও গুলির লড়াই শুরু হওয়ার পরপরই তার সঙ্গীটি পালিয়ে যায়। আপাতত তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তারা।