জোর করে তোলা হয়েছে গাড়িতে! দিল্লিতে CID-র পর এবার অসমে আটক বাংলার পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে দিল্লি (Delhi) পুলিশের হাতে বাধা পায় বাংলার সিআইডি (CID) টিম আর এবার বিজেপিশাসিত অসমে (Assam) বাংলার পুলিশকে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ভিন রাজ্যেও। সম্প্রতি হাওড়ায় (Howrah) একটি গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় তদন্ত করছে বাংলার পুলিশ এবং সিআইডির যৌথ টিম। এই ঘটনার দরুণ এদিন অসমের গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছে যায় সিআইডির একটি দল। তবে সেই সময় তাদেরকে আটক করার অভিযোগ উঠল অসমের পুলিশের বিরুদ্ধে। ফলে একই দিনে দিল্লি এবং অসম, দুই রাজ্যে বাংলার পুলিশকে হেনস্থার ঘটনায় তোলপাড় দেশের রাজনীতি।

সম্প্রতি হাওড়ার পাঁচলায় একটি গাড়ি আটক করা হয় এবং পরবর্তীতে সেই গাড়িটি থেকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক সহ ৪৯ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এই ঘটনার তদন্তে নেমে একের পর এক নয়া তথ্য সামনে আসতে শুরু করে। সেই সূত্র ধরে এদিন অসমে পৌঁছে যায় সিআইডির একটি দল। তবে এরপর অসম পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে জোর করে তাদের গাড়িতে তোলা হয় বলেও অভিযোগ। তবে গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়ার সময় হঠাৎ কেন তাদের আটক করা হলো, সে বিষয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে এসেছে, যার কোন সুস্পষ্ট উত্তর মেলেনি।

delhi police

উল্লেখ্য, এদিন সকালে তদন্তের স্বার্থে দিল্লিতে পৌঁছে যায় সিআইডির আরেকটি দল। সেখানে সিদ্ধার্থ মজুমদার নামে এক নেতার বাড়িতে হানা দেয় তারা। অভিযোগ, এ প্রসঙ্গে ওয়ারেন্ট থাকলেও পরবর্তীতে দিল্লি পুলিশের পক্ষ থেকে আইনবিরুদ্ধভাবে তাদেরকে বাধা দেওয়া হয়। প্রসঙ্গত, হাওড়ায় কংগ্রেস বিধায়ক সহ ৪৯ লক্ষ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় ঝাড়খণ্ডে বিধায়ক কেনাবেচার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যোগ থাকতে পারে বলে অনুমান করছে সিআইডি। এর মাঝে দিল্লির পাশাপাশি অসমের বুক থেকে তাদেরকে আটক করার ঘটনায় বর্তমানে একাধিক জল্পনা সৃষ্টি করল বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর