বাংলা হান্ট ডেস্কঃ মণিপুরে (Manipur) অসম রাইফেলসের (Assam Rifles) কমান্ডিং অফিসার আর ওনার পরিবারের উপর জঙ্গিরা হামলা চালিয়েছে। এই হামলা শনিবার সকাল ১০টা নাগাদ একটি থানার সামনে হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৬ অসম রাইফেলস-র কমান্ডিং অফিসার নিজের পরিবারের সঙ্গে যাচ্ছিলেন, তখনই জঙ্গিরা ওনার কনভয়ে হামলা করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কমান্ডিং অফিসার, ওনার স্ত্রী আর এক সন্তান সহ কনভয়ে থাকা ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও, সেনার তরফ থেকে এই নিয়ে কোনও অফিসিয়াল বয়ান জারি করা হয়নি। সেনার তরফ থেকে কারও মৃত্যুর খবরও জানানো হয়নি।
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এরকম কাপুরুষদের মতো হামলা করা জঙ্গিদের ছাড়া হবে না। তিনি জানান, দোষীদের কড়া শাস্তির জন্য যা করণীয়, তাই করব।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুইক রিয়াকশন টিম কমান্ডিং অফিসারের কনভয়ে ছিল। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও সম্পূর্ণ তথ্য সার্বজনীন করা হয়নি।