UCC আসার আগেই অসমে বন্ধ হবে বহুবিবাহ! আইন লাগু করার তোরজোড় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

বাংলা হান্ট ডেস্ক : মুসলিমদের (Islam) বহু বিবাহ বন্ধ (Polygamy) করতে অসম (Assam) বিধানসভায় আগামী শীতকালীন অধিবেশনে বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sharma) সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী স্বয়ং।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, যদি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়ে যায় তাহলে প্রস্তাবিত আইনের প্রয়োজন নাও হতে পারে। অসম সরকার বহু বিবাহ বন্ধে বিল আনলে বিতর্ক তৈরি হতে পারে। সেই বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস নেতাদের যদি কন্যা থাকে, তবে তারা কি তাকে এমন কাউকে বিয়ে দেবে যার ইতিমধ্যেই দুটি স্ত্রী আছে?’
উল্লেখ্য বহু বিবাহ বন্ধ করতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের জন্য গত মে মাসে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের (Justice Rumi Phookan ) নেতৃত্বে গঠিত সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল।

বিচারপতি ফুকন ছাড়াও কমিটিতে রয়েছেন, অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিত সাইকিয়া, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন কোহলি এবং সিনিয়র অ্যাডভোকেট নেকিবুর জামান।

pollygami

এর আগে, হিমন্ত বিশ্বশর্মা বলেন, রাজ্য সরকার চায় অসমে বহু বিবাহ বন্ধ হোক। তবে এক্ষেত্রে আইনি কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে হবে। তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। আমাদের এখানে অভিন্ন দেওয়ানি বিধি নেই। কিন্তু বহু বিবাহের চল রয়েছে। তাই আমরা চাই আইন করে বহু বিবাহ বন্ধ হোক। তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এর জন্য গঠন করা হচ্ছে একটি কমিটি।

কয়েকমাস আগে যখন নাবালিকা বিবাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন তার লক্ষ্য ছিল রাজ্যের মুসলিমরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবার এক্ষেত্রেও সেটাই হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশ্বশর্মা আরও বলেন, মুসলিম পার্সোন্য়াল ‘ল খতিয়ে দেখবে একটি কমিটি। এনিয়ে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি সংবিধানের ২৫ নম্বর ধারাও বিচার করে দেখা হবে।

মুসলিমদের বহু বিবাহ নিয়ে বরাবরই সরব হিমন্ত বিশ্বশর্মা। শনিবার কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে বিশ্বশর্মা বলেন, চারটে বিয়ে বন্ধ করার জন্য দেশের অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা খুবই প্রয়োজন। কারণ এভাবে মেয়েদের সন্তান উত্পাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কর্ণাটকের কোড়াগু জেলার এক রোড শেয়ে অংশ নেন। তার পর এক সভায় বিশ্বশর্মা বলেন, অনেককিছুর সঙ্গে দেশে অভিন্ন দেওয়ানি বিধিও লাগু করতে হবে। মুসলিম মেয়েদের ৪ বার বিয়ে করতে বাধ্য করা হয়। এটা কোনও নিয়ম? গোটা পৃথিবীতেই এমন প্রথা থাকা উচিত নয়। অভিন্ন দেওয়ানি বিধি এনে এই প্রথা বন্ধ করা উচিত।

Sudipto

সম্পর্কিত খবর