রাজ্যে আট দফায় নির্বাচন, জেনে নিন কবে কোথায়

বাংলা হান্ট ডেস্কঃ  জাতীয় নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল আর পদুচেরি বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ বিকেল ৪ঃ৩০ মিনিট থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। যেই রাজ্য গুলোর নির্বাচন হতে চলেছে, তাঁর মধ্যে শুধু অসমেই ভারতীয় জনতা পার্টির সরকার আছে। নির্বাচন কমিশন অনুযায়ী, তামিলনাড়ুতে ২৪ মে, বাংলার ৩০ মে, অসমে ৩১ মে, পদুচেরিরে ৮ জুন আর কেরলে ১ জুন ২০২১ এ সরকারের কার্যকাল সমাপ্ত হচ্ছে।

রাজ্যে আট দফায় নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবে ২৯ এপ্রিল। গণনা ২ মে।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ ৩০ টি আসনে। প্রথম দফায় ভোট হবে, বাঁকুড়া -১, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর- ১।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১ এপ্রিল ৩০ টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর – ২, বাঁকুড়া -২, দক্ষিণ ২৪ পরগনা-১।

রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল ৩১ টি আসনে।

রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল ৪৪ টি আসনে। চতুর্থ দফায় ভোট হবে হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার।

রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ হবে ১৭ এপ্রিল ৪৫ টি আসনে। পঞ্চম দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।

রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে ২২ এপ্রিল ৪৩ টি আসনে। ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর।

রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল ৩৬ টি আসনে। সপ্তম দফায় ভোট হবে মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।

রাজ্যে অষ্টম দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল ৩৫ টি আসনে। অষ্টম দফায় ভোট হবে মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর