ভোটের পরেও অশান্ত বীরভূম, বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক তৃণমূল কর্মীর

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবারই রাজ্যে মিটেছে ভোট অষ্টমী। সেই অন্তিম দফাতে ভোটগ্রহণ হয় বীরভূম জেলায়। ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ছিল বীরভূম (Birbhum)। তবে ভোট মিটেলেও সেই অশান্তির ধারা অব্যাহত রইল সেখানে। কোথাও বোমাবাজির অভিযোগ, তো কোথাও সেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ কাণ্ড।

এদিন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ফলে হাত উড়ে যায় এক ব্যক্তির। পরে মৃত্যু হয় তাঁর। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম। জানা যাচ্ছে, বোলপুরের (Bolpur) ইলামবাজার থানার ছোটচক গ্রামে এই ঘটনা ঘটে। গেরুয়া শিবিরের অভিযোগ এলাকায় বোমাবাজি করার জন্য বোমা বাঁধছিল তৃণমূল (TMC)। তাখন অসাবধানতাবশত বোমাটি ফেটে গিয়ে , যে সেই কাজ করছিল তার হাত উড়ে যায়। তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে স্থানান্তরিত করা হয় বর্ধমানের হাসপাতালে। কিন্তু যাওয়ার পথেই মারা যান তিনি। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

   

West Bengal Election 2021: Post-poll Violence Takes Place In Nanur | West Bengal Election 2021: বীরভূমের নানুরে ভোট পরবর্তী হিংসা, বোমাবাজি

অন্যদিকে, নানুরে এক বিজেপি (BJP) কর্মীর বাড়িতে এদিন রাতে বোমাবাজির (Bombing) অভিযোগ ওঠে। পরের দিন সাকলে সেই বিজেপি কর্মীর বাড়ি থেকে পুলিশ এবং বম্ব স্কোয়াডের দ্বারা তাজা বোমাও উদ্ধার হয়। ফলত ভোটের পরের দিন আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। জানিয়ে দি, বৃহস্পতিবার ভোটের দিনই সকাল থেকে নানুর যথারীতি নানুরের মতই ছিল। দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে। অন্যদিকে, ইলামবাজারে বেলা গড়াতেই বিজেপির হেভিওয়েট প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির কনভয়ে হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

তবে এদিনের বোমা বাঁধতে গিয়ে তা ফেঁটে মৃত্যুর ঘটনা পুলিশের তরফে অস্বীকার করা হয়। তাতে পরিস্থিতি আরও সরগরম হয়ে ওঠে। গেরুয়া শিবিরের অভিযোগ পুলিশ শাসকদল তৃণমূলের এই সমস্ত অসামাজিক কাজ আড়ালের চেষ্টা করছে। সবমিলিয়ে ভোটের পরও লালমাটিতে অব্যহত রইল রাজনৈতিক হিংসা।

সম্পর্কিত খবর