বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের তিন বিধানসভা উপনির্বাচন কেন্দ্র খড়্গপুর কালিয়াগঞ্জ এবং করিমপুরে ভোট গণনা। ভোটের ফলাফলের নিরিখে এখনও অবধি কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার, আগেই কংগ্রেসের দুর্গ ছিল কিন্তু বিধায়কের মৃত্যুর পর এ বার কার হাতে উঠবে কালিয়াগঞ্জের রাশ? দেখার সময় অপেক্ষা।
অন্যদিকে করিমপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। আগেও করিমপুর তৃণমূলের দখলে ছিল। এর পর খড়্গপুর সদর যেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রেম চন্দ্র ঝাঁ, আগেও এটি বিজেপির দুর্গ ছিল কারণ বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ যেহেতু তিনি লোকসভার সাংসদ হয়েছেন তাই বর্তমানে এই আসনে উপনির্বাচন হল।
তাই উপনির্বাচনের চারটি আসনের মধ্যে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি। উল্লেখ্য মাত্র তিনটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হলেও আসলে কিন্তু বিধানসভা উপনির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে বিধানসভা নির্বাচনের ফল।
এক দিকে যেমন লোকসভা নির্বাচনের মতো বিধানসভা উপনির্বাচনেও তিন তিনটি আসনে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে তেমনই ছাড়ার পাত্র নয় শাসক শিবির, তাই শেষ হাসি হাসবে কে তা জানতে হলে এখনও তিনটি কেন্দ্রের বেশ কয়েকটি রাউন্ড বাকি রয়েছে তার অপেক্ষা।