গাধার গলায় সুর!দ্য লায়ন কিং-এর ‘সার্কেল অব লাইফ’ গানে গানে গলা মেলাল গাধা

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি ১৯ জুলাই মুক্তি পেয়েছে ‘দ্য লায়ন কিং’,সেই ছবির গান ঘিরেই হয়ে গেল এক আশ্চর্য ঘটনা। ছবির ‘দ্য লায়ন কিং’-এর ‘সার্কেল অব লাইফ’ গানে গলা মিলিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছে একটি গাধা! আর ‘সার্কেল অব লাইফ’ গানে গাধার গলা মেলানোর ভিডিয়োটি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।

20190804 174152

ছবিটির তৈরি করতে খরচ হয়েছে ২৬ কোটি মার্কিন ডলার। তবে ছবির বাজেটের চেয়েও বহুগুণ বেশি মুনাফার মুখ দেখছে পরিচালক জন ফ্যাভারিওর ছবিটি। বক্স অফিসে ছবিটির সাফল্য সুনিশ্চিত। এরই মধ্যে ‘দ্য লায়ন কিং’-এর ‘সার্কেল অব লাইফ’ গানে গলা মিলিয়ে রাতারাতি জনপ্রিয় একটি গাধাকে ঘিরেও ছড়ায় উত্তেজনা।

Screenshot 20190804 172639 Facebook

সম্পর্কিত খবর