৫কিমি/সেকেন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক উল্কাপিণ্ড! রেড অ্যালার্ট জারি করল NASA

বাংলা হান্ট ডেস্কঃ নাসা (NASA) রেড অ্যালার্ট জারি করে বলেছে যে, প্রায় আধা কিমি বড় একটি উল্কাপিণ্ড (Asteroid) পৃথিবীর (Earth) দিকে ধেয়ে আসছে। ওই উল্কাপিণ্ডের গতি ৫ কিমি প্রতি সেকেন্ড (১১ হাজার ২০০ মাইল প্রতি ঘণ্টা)। NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও বড় আর ৬ জুন এই উল্কাপিণ্ড পৃথিবীর কক্ষে ঢুকে পড়বে।

ডেলি স্টার অনুযায়ী, নাসা ওই উল্কাপিণ্ডের নাম রক- 163348 (2002 NN4) রেখেছে আর NASA’র আশা হল, ওই উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ থেকে যাবে। ওই উল্কাপিণ্ড ২৫০ থেকে ৫৭০ মিটার দীর্ঘ হতে পারে, আর ১৩৫ মিটার চওড়া হতে পারে। NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড সূর্যের পাশ থেকে পৃথিবীর কক্ষপথে ঢুকছে।

সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ অনুযায়ী, ২১ মে তেও ১.৫ কিমি দীর্ঘ একটি উল্কাপিণ্ড পৃথিবীর গাঁ ঘেঁষে গেছে। এরকম ২০০০ এর বেশি উল্কাপিণ্ড আছে, যেগুলোকে NASA ট্র্যাক করছে। যদিও এই উল্কাপিণ্ড পৃথিবীর কোন ক্ষতি করবে না বলেই আশা NASA’র।

asteroid 1 1

NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড পৃথিবীর উপর আছড়ে পড়ার ১ শতাংশও চ্যান্স নেই। কিন্তু এরপরেও এর উপর বিশেষ নজর রাখা হচ্ছে। নাসা অনুযায়ী, কখনো কখনো গুরুত্বআকর্ষণ এর কারণে এরকম উল্কাপিণ্ড পৃথিবীর অ্যাটমোস্ফিয়ারে শেষ সময়েও প্রবেশ করে। এই উল্কাপিণ্ড রবিবার সকাল ৮ঃ২০ নাগাদ পৃথিবীর গা ঘেঁষে যাবে। পৃথিবীর গা ঘেঁষে এতবড় উল্কাপিণ্ড আবার ২০২৪ এ যাবে বলে অনুমান নাসার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর