আসছে সাক্ষাৎ বিপদ! ৫০ তলা বাড়ির আকারের গ্রহাণু দ্রুত আসছে এগিয়ে পৃথিবীর দিকে

বাংলা হান্ট ডেস্ক: এই অসীম মহাবিশ্বের প্রতিটি অংশে লুকিয়ে রয়েছে গভীর রহস্য। আর সেই সব রহস্যের সমাধানের জন্যই বছরের পর বছর ধরে গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা। তবে, এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (National Aeronautics and Space Administration, NASA)। মূলত, নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ সম্প্রতি দাবি করেছে যে, একটি দৈত্যাকার গ্রহাণু (Asteroid) আমাদের গ্রহের খুব কাছ দিয়ে যেতে চলেছে।

৫০ তলা বাড়ির মত বড় সেই গ্রহাণু: এদিকে, জানা গিয়েছে যে, এই গ্রহাণুর আকার একটি ৫০ তলা উঁচু ভবনের সমান। সর্বোপরি এই গ্রহাণুটি ১৭ জুলাই অর্থাৎ রবিবার পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে, আগামী ১০০ বছর পর এই গ্রহাণুটি আমাদের গ্রহের সবচেয়ে কাছে আসবে।

এটির নাম হল 2022 KY4: এই প্রসঙ্গে নাসা জানিয়েছে, এই বৃহদাকার গ্রহাণুটির নামকরণ করা হয়েছে 2022 KY4। এটি পৃথিবী থেকে প্রায় ১৬ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। সহজ ভাবে বলতে গেলে, এটি পৃথিবী এবং চাঁদের মধ্যেকার গড় দূরত্বের ১৬ গুণেরও বেশি দূরত্বে রয়েছে। এর আগে গত ৭ জুলাই, 2022 NF নামের অন্য এক গ্রহাণু পৃথিবীর প্রায় ৯০,০০০ কিলোমিটার কাছে চলে এসেছিল।

NASA-র মতে, ২৭,০০০ কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এই 2022 KY4 গ্রহাণুটির ব্যাস হল আনুমানিক ২৯০ ফুট। এই গ্রহাণুটির গতিবেগ একটি দ্রুতগতির রাইফেল বুলেটের গতিবেগের থেকে প্রায় আট গুণ বেশি।

২০৪৮ সালে ফের পৃথিবীর কাছাকাছি আসবে: এর আগে এই গ্রহাণুটি ১৯৫৯ এবং ১৯৪৮ সালে পৃথিবীর খুব কাছে পৌঁছেছিল। এমতাবস্থায়, রবিবার এই গ্রহাণুটি পৃথিবীর কাছ দিয়ে চলে যাওয়ার পর এটিকে ২০৪৮ সালের মে মাসের আগে আমাদের গ্রহের চারপাশে আর দেখা যাবে না।

উল্লেখ্য যে, এই ধরণের কয়েক হাজার নিয়ার আর্থ অবজেক্ট NASA এবং অন্যান্য মহাকাশ সংস্থার দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রত্যেকটি গ্রহাণুর গতিপথ সেটিকে আমাদের গ্রহ থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রাখে এবং সেইজন্য কোনো গ্রহের অভিকর্ষের কারণে গ্রহাণুগুলির কক্ষপথ তার অবস্থান থেকে সরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর