প্রতি সেকেন্ড ৭ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে কুতুব মিনারের চেয়ে বড় গ্রহাণু

নাসার (NASA) সেন্টার ফর ফাইর-আর্থ অবজেক্টস জানিয়েছে প্রচন্ড গতিতে একটি বিশাল গ্রহানু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই গ্রহানুটির আকার কুতুব মিনারের থেকেও বড়।

images 2020 10 06T114829.704

মার্কিন স্পেস এজেন্সিটি গ্রহাণুটিকে একটি ‘অ্যাপোলো গ্রহাণু’ শ্রেণিবদ্ধ করেছে। জানা যাচ্ছে নাসার বিজ্ঞানীরা গত মাসেই এই গ্রহানুটিকে চিহ্নিত করেছিলেন।

গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে। মনে করা হচ্ছে এটির ব্যাস ৩৬ মিটার থেকে ৮১ মিটার। যা কুতুব মিনারের থেকেও বড়৷

পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসার পরেও, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে, পৃথিবী থেকে তাদের দেখার সম্ভাবনা কম। নাসা আরো জানাচ্ছে এটির পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই কম। আমাদের গ্রহের কক্ষপথ নিরাপদেই অতিক্রম করতে চলেছে। গ্রহানুটি ৩৮,২৭,৭৯৭ কিলোমিটার দূর থেকে ছুটে যাবে বলে মনে করা হচ্ছে।

এর আগে, স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ৩ গুন বড় একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল সেপ্টেম্বর মাসেই। 2020QL2 নামের গ্রহাণুটি প্রায় ১২০ মিটার লম্বা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি প্রায় ৪৬ মিটার লম্বা, সুতরাং এটি তার থেকে প্রায় ৩ গুন বড়।

 

 

সম্পর্কিত খবর