নতুন বছরে নতুন যোগ, হাত মেলাচ্ছে রাহু-বুধ, মালামাল হবেন ৩ রাশি, সুখের জোয়ারে ভাসবেন আপনারা!

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নতুন আরো একটি বছর, ২০২৫। আর নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই সকলেই মনেই চিন্তা ছিল নতুন বছর কিভাবে কাটবে? তবে জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, আপনার ভালো-মন্দের বিচার করে গ্রহরাজারা। গ্রহদের স্থান পরিবর্তন বলে দেয় আপনার জীবনে সুখের ঢেউ আছে নাকি দুঃখের। আর এবার ২০২৫ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য হয়ে উঠতে চলেছে শুভ। নতুন বছরে শুভ যোগ তৈরি হতে চলেছে বিশেষ ৩ রাশির।

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে ৩ রাশির ভাগ্যবদল:

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, গ্রহরা বিশেষভাবে স্থান পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে, রাহু এবং বুধের মিলন ঘটতে চলেছে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ইতিমধ্যেই রাহু অবস্থান করছে মীন রাশিতে। আর ২০২৫-এ ২৭ ফেব্রুয়ারি ১১ টা ৪৬ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে রাহু এবং বুধের মিলন হবে। আর এই যুতির কারণে বিশেষ সুবিধা পেতে চলেছেন বিশেষ ৩ রাশি।

According to astrology 3 Zodiac blessings of Mercury and Rahu

রাহু এবং বুধের মিলনে কোন ৩ রাশির জীবনে আসবে আমূল পরিবর্তন:

১) বৃষ রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু এবং বুধের মিলনে লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময় আপনার জীবনে বিরাট কোন সুযোগ আসতে পারে। কোন কিছুর নতুন পরিকল্পনা থাকলে এই সময়টি উপযুক্ত। আর্থিক অবস্থা আগের তুলনায় মজবুত হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বড় বড় ব্যক্তির সঙ্গে ওঠাবসা হবে। সেই সাথে ব্যবসায় আয়ের উৎস তৈরি হবে।

আরও পড়ুনঃ শ্বেতা ‘ম্যারেজ মেটিরিয়াল’, অনস্ক্রিন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ ‘অনিকেত’, বিয়েতে ‘বিশেষ’ প্ল্যান রণজয়ের

২) তুলা রাশি: ২০২৫ সাল তুলা রাশি জাতকদের জন্যও অত্যন্ত শুভ হতে চলেছে। রাহু এবং বুধের আশীর্বাদে কর্মস্থলে সুনাম হবে। পাশাপাশি, বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে। শিক্ষার্থীরা এই সময়টিকে কাজে লাগান, ভালো ফলাফল পেতে পারেন। এই সময়, গবেষণা ও প্রযুক্তিগত কাজেও সফলতা পাবেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা করতে পারেন। এমনকি নতুন ব্যবসায় বিনিয়োগ করলেও লাভ বৈ ক্ষতি হবে না।

আরও পড়ুনঃ চালানো যাবে না হলে, ৪৯ বছর পর ভাইরাল ‘শোলে’র বাদ পড়া দৃশ্য! কী এমন ছিল?

৩) বৃশ্চিক রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, রাহু-বুধের মিলনে বৃশ্চিক রাশির জাতকেরা বিশেষ আশীর্বাদ পাবেন। যারা এখনো বেকারত্বে ভুগছেন তাদের চাকরির সুযোগ রয়েছে। নতুন বছরে ব্যবসায় বিপুল উন্নতি হওয়ার যোগ রয়েছে। বিবাহিত দম্পতিদের জীবনে সুখ আসবে। এমনকি প্রেমের সম্পর্কেও উন্নতি ঘটতে চলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর