বাংলাহান্ট ডেস্ক : সূর্য ও পৃথিবীর মধ্যিখানে চন্দ্র এসে পড়লে, সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা প্রাপ্ত হয়, ভূবিজ্ঞানের ভাষায় এটিকেই সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। আজ অর্থাৎ ২৯ মার্চ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। ভারত থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও জ্যোতিষ বিশেষজ্ঞেরা গ্রহণের নেতিবাচক ফল নিয়ে সতর্ক করে আসেন প্রত্যেককেই। জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ, এই দুই ধরনের গ্রহণই অশুভ।
জ্যোতিষ (Astrology) মতে, রাশিগুলির উপর সূর্যগ্রহণের প্রভাব
মেষ থেকে মীন, ১২ রাশির জাতক-জাতিকাদের উপরই পড়ে গ্রহণের প্রভাব। কিছু কিছু রাশির (Zodiac Sign) ক্ষেত্রে এই প্রভাব হয়ে থাকে শুভ, আবার কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অশুভ। অযোধ্যার জ্যোতিষী (Astrologer) পণ্ডিত কল্কিরাম জানিয়েছেন, সূর্যগ্রহণের রাতে রাশি পরিবর্তন করতে চলেছেন শনি মহারাজ। জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, শনির রাশি পরিবর্তনের ফলে উন্নতির জোয়ার আসতে চলেছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে।
আরও পড়ুন : রামনবমীতে ইডেনে হবেনা KKR ম্যাচ! পরিবর্তিত সূচি সামনে এনে কী জানাল BCCI?
• বছরের প্রথম সূর্যগ্রহণ শুভ ফল দান করবে কর্কট রাশির ক্ষেত্রেও। পারিপার্শ্বিক চাপ থাকলেও, লড়াই করে গেলে জয় আসবে।
• আবার আজকেই শনির সাড়েসাতি শেষ হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। সম্পর্ক ও আর্থিক ক্ষেত্রে উন্নতির চরম সীমায় পৌঁছাবেন মকর রাশির জাতক-জাতিকারা।
• পুরনো সমস্যা এবার দূর হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। অবিবাহিতদের আসতে পারে নতুন প্রস্তাব।
আরও পড়ুন : ‘মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল… আমাদের মুসলিম ভোট দরকার নেই’! বিস্ফোরক দিলীপ ঘোষ
• বছরের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত ইতিবাচক ফল প্রদান করবে বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর। বিপুল পরিমাণ টাকা-পয়সা আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের হাতে। এমনকি আটকে থাকা টাকাও মেলার সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কের টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা শান্ত ও মৌন থাকলে সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন।
• শনির সাড়েসাতির তৃতীয় পর্যায় শুরু হতে চলেছে কুম্ভ রাশির। সূর্যগ্রহণের শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আসতে পারে চাকরির সুযোগ। পুরনো বাধা-বিপত্তি দূর হয়ে নতুন উদ্যমতার সাথে কাজ শুরু করার সময় এটাই।
• এছাড়াও,কন্যা রাশির জাতক-জাতিকাদের উপরও শুভ ফল প্রদান করবে সূর্যগ্রহণ। পেতে পারেন নতুন চাকরির অফার। পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধনু রাশির জাতক-জাতিকাদের উপরও শুভ ফল প্রদান করবে আজকের গ্রহণ। আটকে থাকা টাকা পেতে পারেন এবার।