কিংবদন্তি এই ভারতীয় বোলারকে টপকে বিরাট নজির গড়লেন অশ্বিন

বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test) ম্যাচে ঘরের মাঠে অনন্য নজির গড়লেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকসকে আউট করে দেশের মাটিতে 266 টি উইকেট এর মালিক হলেন রবীচন্দ্রন অশ্বিন। 266 টি উইকেট নিয়ে প্রাক্তন তারকা ভারতীয় স্পিনার হরভজন সিংকে ছাপিয়ে গেলেন অশ্বিন।

ঘরের মাঠে 55 টি টেস্ট ম্যাচ খেলে 265 উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের হরভজন সিং। আজ বেন স্টোকসকে আউট করে মাত্র 45 টি ইনিংস খেলেই 366 উইকেট নিয়ে ফেললেন তামিলনাড়ুর রবীচন্দ্রন অশ্বিন। তবে এই তালিকায় অর্থাৎ ঘরের মাঠে সবথেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে সবার প্রথমে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলে, তিনি মাত্র 63 টি উইকেট ইনিংস খেলে নিয়েছিলেন 350 টি উইকেট।

ভারতের বিশাল রানের টার্গেট চেজ করতে নেমে প্রথম ইনিংসে অশ্বিনের বিষাক্ত বোলিংয়ের ছোবলে একেবারে ল্যাজে গোবরে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোমর ভেঙ্গে দিয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র 134 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর