১১,০০০ ফুট উচ্চতায় মানাতে যুবকরাও হাঁপিয়ে যায়, সেখানে একশন মুডে দাপিয়ে বেড়ালেন মোদী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার সাতসকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আচমকাই গিয়েছিলেন লাদাখ সফরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুট উপরে অবস্থিত হাড় কাঁপানো ঠাণ্ডায় সেনাদের মনোবল বাড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে চিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাভান।

লাদাখ সফরে মোদীজি
লাদাখের ওই উচ্চতায় হাড় হিম করা ঠাণ্ডায় যে কোন সুস্থ স্বাভাবিক মানুষই কাবু হয়ে যাবে। মানিয়ে নিয়ে অন্তত দুদিন তো সময় লাগবেই। কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করেই লেহর কুশক বাকুলা রিমপোচী বিমানবন্দরে নেমে সমস্ত লাদাখ ময় দাপিয়ে বেড়ালেন ৬৯ বছরের মোদী জি। এমনকি দেখা করলেন আহত সৈনিকদের সঙ্গেও।

সিদ্ধান্ত নিয়েছিলেন আচমকাই
প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফরের বিষয়ে নয়াদিল্লীর মহলেও বিশেষ কেউ জানতেন না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মোদীজি। চীনের দাদাগিরির বিরুদ্ধে পাল্টা জবাব দিতে ভারতীয় সেনাদের উজ্জীবিত করতে লেহর কাছে ১৪ কোরের সদর দফতর নিমুতে যান নরেন্দ্র মোদী।

চীনের বিরুদ্ধে দিলেন কড়া বার্তাও
লাদাখের ওই হাড় কাঁপানো ঠাণ্ডায় যেখানে ইয়ং জেনারেশনদেরই মানিয়ে নিয়ে সময় লাগে যায় কমপক্ষে দুদিন, সেখানে নির্দ্বিধায় দাপিয়ে বেড়ালেন ৬৯ বছরের নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দোলনা নীতি ভুলে গিয়ে, চীনকে সাফ জানিয়ে দিলেন, পিছিয়ে নেই ভারতীয় সেনারা। যে কোন মুহূর্তে চীনের আগ্রাসন মনোভাবের যোগ্য জবাব দিতে তারা প্রস্তুত। ভারতের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না চীন।

X