বাংলাহান্ট ডেস্ক : সংবাদমাধ্যমের দৌলতে কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় দেখেছে রাজ্যবাসী। দুর্নীতি মামলায় এমন বান্ডিল বান্ডিল নদীর ধারকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে, এবার আর স্তূপীকৃত নোট নয়, তার বদলে থরে থরে সাজানো ওএমআর শিট (OMR Sheet)! ইতিমধ্যেই, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অয়ন শীলের (Ayan Sil) বাড়ি থেকে ওএমআর শিটের বান্ডিল উদ্ধার হয়েছে।
ইতিমধ্যেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সেই একগুচ্ছ ওএমআর শিটের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। টুইটারে ছবি প্রকাশের পাশাপাশি ইডি (Enforcement Directorate) আধিকারিকদের তরফে জানানো হয়েছে, অয়নের বাড়ি থেকে বেশ কিছু সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির টুইট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, রোল নম্বরের তথ্যের জায়গা এবং উত্তর মার্ক করার জায়গা, উভয় জায়গাতেই পেনের কালি রয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা দরকার, অভিযুক্ত অয়ন শীলের বাড়ি থেকে প্রাপ্ত ওএমআর শিটগুলি অব্যবহৃত নয়। অয়ন শীলের সংস্থার এক ডিরেক্টরের তরফ থেকে জানানো হয় যে, অয়ন শীলের সল্টলেকের ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে প্রাপ্ত ওএমআর শিটগুলি এবং বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত যে নথি পাওয়া গিয়েছে, সেগুলি অবৈধ নয়।
ED carried out search operations & arrested Ayan Sil, in the Teacher Recruitment Scam of WB on 20.3.23 & produced him before PMLA Court. Court has granted his ED custody for 13 days. During the searches various incriminating documents/electronic records/devices have been seized. pic.twitter.com/DiiJMwTqMH
— ED (@dir_ed) March 21, 2023
এরপরেই, পুরসভায় নিয়োগের ক্ষেত্রে সরকারিভাবে অয়নের কোম্পানীর কাজ করার বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, সংস্থাকে ওএমআর শিট তৈরির বরাত দেওয়া হয়েছিল বলেই নাকি অয়ন জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে। তবে, প্রোমোটার অয়ন শীলের বাড়িতে এত গাদা গাদা ওএমআর শিট কী করছে সেই প্রশ্নের উত্তর পেতেই এখন কোমর বেঁধে নামছে ইডি আধিকারিকরা।