বাংলা হান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস তার পরেই বিহারের বিধানসভা নির্বাচন। এমনিতেই পরপর কয়েকটা বছর ধরে যেভাবে কর্ণাটক মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তাই এবার দেশবাসীর লক্ষ্য বিহার বিধানসভার নির্বাচন। যদিও ওই তিনটি জায়গায় বিজেপির হার হয়েছে কিন্তু রবিবার বিহারের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে শরিক বিজেপির উপর চাপ বাড়াল জেডিইউ নেতা তথা ভোট গুরু প্রশান্ত কিশোর।
শুধু তাই নয় বিহার বিধানসভা নির্বাচনে এ বার অর্ধেকের বেশি আসনে লড়তে চায় জনতা দল ইউনিয়ন ঠিক এমনটাই বলতে শোনা গেল প্রশান্ত কিশোরকে। এমনিতেই প্রথম থেকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এসেছেন প্রশান্ত কিশোর তাই তো সমস্ত অ বিজেপি রাজ্যের প্রধানদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি
পাশাপাশি এক জোট হয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধিতা করার জন্য সুর চড়িয়েছিলেন। তাই রবিবার বিজেপির চাপ আরও খানিকটা বাড়িয়ে দিতে বিস্ফোরক দাবি করে বসলেন জেডিইউ নেতা। প্রথম থেকেই নীতীশ কুমার এনআরসি নিয়ে মুখ খোলেননি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খোলার জন্য, বিরোধিতার জন্য প্রশান্ত কিশোরকে নব করেছিলেন নীতীশ। তবে যেহেতু বিহারে সমঝোতার আসনেই নির্বাচন হয় তাই এই প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের নীতীশ কুমার জানিয়েছেন, 50:50 অনুপাত মেনেই নির্বাচন হবে।
আর এই নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে তাই দুই দলের তরফ থেকে চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনিই। তবে এখানেই উঠছে প্রশ্ন, একজন অর্ধেক অর্ধেক আরেকজন অর্ধেকের থেকে বেশি। তাই তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীরবে থাকলেও নীতীশ কুমার হয়তো সিএ এবং এনআরসি সমর্থন করছে।