রাত ৮টায় বন্ধ করতে হবে দোকান, মল! বিদ্যুৎ বাঁচাতে কড়া নির্দেশিকা জারি পুরসভার

বাংলাহান্ট ডেস্ক : বিদ্যুৎ বাঁচাতে বড় উদ্যোগ পুরসভার। এবার থেকে ঢাকায় (Dhaka) দোকান বন্ধ করে দিতে হবে রাত আটটা বাজলেই। অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানালেন, রাত আটটার পরে দোকান, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখলে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ।

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাও তীব্র গরমে নাজেহাল। বাংলাদেশের (Bangladesh) একাধিক জায়গায় চলছে তীব্র তাপ প্রবাহ। এই অবস্থায় আরো সমস্যা বাড়িয়েছে ঘনঘন লোডশেডিং। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বলছে, গোটা বাংলাদেশ জুড়ে ১৬ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল সোমবার। আর সেখানে জোগান ছিল ১২ হাজার ৭৫৩ মেগাওয়াট।

আরোও পড়ুন : মাত্র পাঁচ মিনিটের ঝড়েই তোলপাড় মথুরাপুরে! প্রচন্ড দাবদাহের মধ্যেই সর্বস্বান্ত শতাধিক পরিবার

এই ঘাটতি পূরণের জন্য বিগত কয়েকদিন ধরে দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং রাখতে হয়েছে গোটা দেশ জুড়ে। PGCB কর্তৃপক্ষ এই অবস্থায় সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ সাশ্রয়ের আর্জি জানিয়েছে। এই আবহে আট দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘রাত ৮টার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখুন। বিদ্যুতের খরচ কমাতে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত আলো ব্য়বহার থেকে বিরত থাকুন। সরকারি নির্দেশ মেনে হলিডে স্ট্যাগারিং পালন করুন’।

electricity india

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ‘আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা করব। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করব। যারা ৮টার পরে দোকানপাট খোলা রাখবে, বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে, আমরা তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করব, যাতে করে ৮টার পর আর কোনো ব্যবসা-বাণিজ্য করতে না পারে’।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর