ভোট বয়কটের ডাক উত্তরবঙ্গে! নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর হুঁশিয়ারি ঘিরে বাড়ছে জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বিক্ষোভে সামিল হলেন বনবস্তির বাসিন্দারা। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন।

আলিপুরদুয়ারে (Alipurduar) আজ কয়েক হাজার বনবস্তির বাসিন্দা মিছিল করেন। মিছিল করে তারা পৌঁছান জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে। সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আগে গ্রাম সভা তারপর ভোট সভা, এই স্লোগান দিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে চান জেলা শাসকের।

কিন্তু নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারী তাদের দাবি জেলা শাসককে জানাতে পারেননি। এমনকি জেলাশাসককে বিক্ষোভকারীরা দাবিসনদও দিতে পারেননি। এক্ষেত্রে পুলিশি বাধার অভিযোগ এনেছেন তারা। মিছিলের পর হাজার হাজার বিক্ষোভকারী এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন ডুয়ার্স কন্যার সামনে।

বিক্ষোভে সামিল হন উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ সহ একাধিক সংগঠনের কর্মীরা। পঞ্চায়েত ভোটের দিন ঘোষিত হওয়ার পর ফের একবার বনবস্তির বাসিন্দারা তাদের নাজ্জ্য দাবিতে পথে নামলেন। বন শ্রমজীবি মঞ্চের আহ্বায়ক লাল সিং ভূজেল জানান, সরকারি অধিকার আইন স্বীকৃত হলেও প্রশাসন তাদের সুবিধা দিচ্ছে না।

বনবস্তির বাসিন্দারা জানান তাদের দাবিকে মর্যাদা না দিলে তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন। লাল সিং বলেন, বনাধিকার আইন ২০০৬ সালে হলেও তার রুপায়ন হয়নি। বনবস্তির বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে প্রশাসন। হস্তান্তর করা হচ্ছে জমি মালিকানা।

old people in india voter list

দেওয়া হচ্ছে খতিয়ান। আর তাতে উল্লেখ করা হচ্ছে বনদপ্তর জমির মালিক। উল্লেখ্য, ২৫০ বনবস্তি রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। প্রায় পাঁচ লক্ষ মানুষের বসবাস এই বনবস্তিতে। কিন্তু আইনত তাদের তিনটি অধিকার এখনো কার্যকর করা হচ্ছে না। এর ফলে আজ বিক্ষোভ দেখান বনবস্তির বাসিন্দারা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X