বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে পাঁচ বছর কাটতে চলল সুপারহিট ছবি প্রাক্তন (prakton) এর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prasenjit chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta) অভিনীত এই সুপারহিট ছবির পাঁচ বছরের বর্ষপূর্তি হতে চলেছে আগামি ২৭শে মে। দীর্ঘ তেরো বছর পর প্রসেনজিৎ ঋতুপর্ণার অনবদ্য অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে।
প্রসেনজিৎ অর্থাৎ উজানের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ওরফে সুদীপা। বিবাহ বিচ্ছেদের দীর্ঘদিন পর এক ট্রেন সফরে নাটকীয় ভাবে সুদীপার আলাপ হয় উজানের বর্তমান স্ত্রী মালিনীর সঙ্গে। মালিনীর সহজ সরল মিষ্টি স্বভাব, কথাবার্তায় ‘কমপ্রোমাইজ’ এর এক অন্য রকম অর্থ খুঁজে পায় সুদীপা।
মালিনীর চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য (aparajita adhya)। চরিত্রটির সঙ্গে যেন ওতপ্রোত ভাবে মিশে গিয়েছিলেন তিনি। কিন্তু জানেন কি মালিনীর চরিত্রের জন্য প্রথমে অপরাজিতা নন, বরং এক অন্য অভিনেত্রীকে ভাবা হয়েছিল। শেষ মুহূর্তে ছবির স্বার্থে সেই অভিনেত্রীর পরিবর্তে নেওয়া হয় অপরাজিতাকে।
উজান ও সুদীপার চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রী ঠিক থাকলেও প্রথমে মালিনী চরিত্রের জন্য অর্পিতা চট্টোপাধ্যায়কে ভেবে রেখেছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ ও নন্দিতা। চরিত্রটি করতে রাজিও হয়ে গিয়েছিলেন অর্পিতা। কিন্তু তখন বেঁকে বসেন ঋতুপর্ণা। কিছু কারণ বশত ছবিটি করতে রাজি হননি তিনি।
এদিকে সুদীপা হিসেবে ঋতুপর্ণাকেই চাই পরিচালকদের। ফলে মুলতুবি রইল ছবি। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে ছবিতে অভিনয় করতে রাজি হন ঋতুপর্ণা। কিন্তু সেই সময় হঠাৎ শিবপ্রসাদ নন্দিতার মনে হয় মালিনী চরিত্রে অর্পিতার বদলে অপরাজিতাকেই বেশি মানাবে।
সব শুনে ছবির স্বার্থে পিছিয়ে আসেন অর্পিতা। বাকিটা সকলেরই জানা। বাংলা ছবির জগতে অন্যতম জনপ্রিয় ছবি প্রাক্তন। প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি ১৩ বছর পরেও একই রকম ম্যাজিক দেখিয়েছে। উপরি পাওনা অসাধারন সব গান। পাঁচ বছর পরেও তাই অমলিন ‘প্রাক্তন’।