একদিকে গোলাপি টেস্ট অন্যদিকে হাসিনা মমতা বৈঠক! শুক্রবার দু দুটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে আন্তর্জাতিক দিন রাতের পিঙ্ক টেস্ট তথা দিন রাতের টেস্ট ক্রিকেট। ভারত বনাম বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঘিরে ইতিমধ্যেই শহর কলকাতার পাশাপাশি দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক তুমুল উত্তেজনা রয়েছে। যেহেতু এই প্রথম গোলাপি বলে টেস্ট হতে চলেছে তাই গোটা তিলোত্তমা সেজে উঠেছে গোলাপি নগরে। তাই ইডেন গার্ডেনে শুক্রবার ম্যাচের আগেই শহরে যেন গোলাপি গোলাপি সাজ শুরু হয়েছে।hasina mamata

যদিও শুক্রবার ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক তাবড় নেতানেত্রীরা তাঁর সঙ্গে সেলেবরাও থাকছে তবে ইডেনে একসঙ্গে বসে পিঙ্ক টেস্ট ক্রিকেট দেখবেন হাসিনা ও মমতা। তবে এক দিকে প্রি টেস্ট ক্রিকেট চলবে ঠিক অন্য দিকে হাসিনা ও মমতার বৈঠক হতে চলেছে শুক্রবার। তাই শুক্রবার মোট তিনবার হাসিনার সঙ্গে দেখা হবে মমতার।

দিন একটি কূটনৈতিক বৈঠকে সামিল হবেন দুই প্রধান। শুক্রবার সন্ধ্যা ছটায় তাজ বেঙ্গল হোটেলে মমতার সঙ্গে হাসিনার বৈঠক রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তিস্তা সুরাহা হওয়ার আশায় বুক বাঁধছে ভারত। যদিও এর আগে শেখ হাসিনার দিল্লি সফরের সময় ফোনে মুখ্যমন্ত্রী তিস্তার জলবণ্টন নিয়ে কথা বলেছিলেন। যেহেতু তিস্তার জল পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত বনাম বাংলাদেশের মধ্যে এক ঠান্ডা লড়াই চলছে তাই শীঘ্রই বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত।

যদিও তিস্তার জল দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি বেশি ছিল কারণ উত্তরবঙ্গে জলের সমস্যা হবে এই দাবিতে বারবার সরব হয়েছিলেন মমতা তবে শুক্রবারের বৈঠকে তিস্তার জলবণ্টন বিষয়টি উঠবে এমনটাই আশাবাদী ওয়াকিবহল মহল।


সম্পর্কিত খবর