বাংলা হান্ট ডেস্ক :কেন্দ্রীয় নেতৃত্বদের করা নির্দেশ রয়েছে, বুলবুলি বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর নির্দেশ মেনে এর আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রায়দিঘিতে বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলে বিক্ষোভের মুখে পড়েন, এবার বাবুলের পর দেবশ্রী চৌধুরী।
সুন্দরবনের গোসাবায় বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। গাড়ি আটকে বিক্ষোভ পাশাপাশি গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গণতন্ত্র নেই! প্রতিক্রিয়ায় তৃণমূলকে খোঁচা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর।
শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের নয়াপুর বাজারে দেবশ্রী চৌধুরী উপস্থিত হওয়া মাত্রই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলা হয়। এর পর বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষও বাধে বলে অভিযোগ। এর পর রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেবশ্রী চৌধুরী।
প্রধানমন্ত্রীর নির্দেশেই পরিদর্শনে এসেছি কিন্তু অগণতান্ত্রিক ভাবে আটকানো হচ্ছে আমাকে।ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে সেটা ধামাচাপা দিতেই এসব করছে ঠিক এমনই মন্তব্য করেন দেবশ্রী। তবে বিক্ষোভের মুখে পড়ে কর্মসূচি বাতিল করে ফিরে আসতে বাধ্য হন দেবশ্রী চৌধুরী। উল্লেখ্য এর আগে অর্থাত্ বুধবার রায়দিঘিতে পৌঁছনো মাত্রই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।