বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ড সিরিজের ৫ টি টেস্টের মধ্যে তিনটি টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছে ভারত। সিরিজ এখন ১-১ ফলাফলে এসে দাঁড়িয়েছে। তবে ভারতের হয়ে ৪০০ উইকেট নেওয়া অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এখনও দলে জায়গা পাননি। লিডসে উইনিং কম্বিনেশন পরিবর্তন করতে চাননি ভারতীয় অধিনায়ক। আর তাই ভারতের একমাত্র স্পিনার হিসেবে মাঠে নেমেছিলেন জাদেজা।
কিন্তু অবশেষে চতুর্থ টেস্টে এবার সুযোগ আসতে পারে রবীচন্দ্রন অশ্বিনের জন্য। প্রধানত এর পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, ওভাল যথেষ্ট স্পিন-সহায়ক উইকেট। ১৯৭১ সালে শেষবার ওভালে টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল। সেবারও ভেঙ্কটপতি রাজু, চন্দ্রশেখর সহ অন্যান্য ভারতীয় স্পিনারদের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০১৮ সালেও এই ওভালেই বল হাতে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন হনুমা বিহারি এবং রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে পর্যন্ত এই মাঠে খেলা চারটি টেস্টে ৪২ টি উইকেট সংগ্রহ করেছেন ভারতীয় স্পিনাররা।
রবীচন্দ্রন অশ্বিনের দলে আসার পিছনে আরেকটি বড় কারণ হল রবীন্দ্র জাদেজার চোট। ব্যাট মোটের উপর সফল হলেও বল হাতে মোটেই সফল হতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে তার না থাকা যে ব্যাটিংকে কিছুটা দুর্বল করবে তা বলাই বাহুল্য। সেই কারণেই বিশ্লেষকদের মতে দলে সুযোগ পেতে পারেন হনুমা বিহারিও। মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ায় প্রায় হেরে যাওয়া টেস্ট ম্যাচ ড্র করতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন অশ্বিন এবং বিহারি। এখনও পর্যন্ত একদিকে যেমন ১২ টেস্টে একটি শতক এবং তিনটি অর্ধশতক সহ ৬২৪ রান সংগ্রহ করেছেন হনুমা, তেমনই বলের সাথে সাথে ব্যাট হাতেও ভালো ফর্মে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ টেস্ট সিরিজে একটি সেঞ্চুরিও রয়েছে তার।
তাই তার ফিরে আসা ভারতীয় লোয়ার অর্ডারকে অনেকটাই শক্তি দেবে তা বলাই বাহুল্য। অন্যদিকে দল থেকে বাদ পড়তে পারেন ইশান্ত শর্মা। হেডিংলিতে সুযোগ থাকা সত্ত্বেও ইশান্তের বল একেবারেই কাজ করেনি। সেই সূত্র ধরেই ইশান্তের জায়গায় রবীচন্দ্রন অশ্বিন এবং জাদেজার জায়গায় হনুমান চলে আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।