সুখবর! নামিবিয়ান চিতার ৪ সন্তান প্রসব, কুনো জাতীয় উদ্যানে বাড়ল গর্জন

বাংলাহান্ট ডেস্ক : লক্ষ্য ছিল, দেশে চিতার সংখ্যা বাড়ানো। আর সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই আফ্রিকার নামিবিয়া থেকে আনা হয়েছিল আটটি চিতাবাঘ। গত বছর সেপ্টেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সেই চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখার কথা জানান। এরপর, নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে একটি চিতার মৃত্যু ঘিরে আশঙ্কাও তৈরি হয়েছিল।

তবে, শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কাকে দূর করে সুখবর এল। নামিবিয়া থেকে আগত একটি মহিলা চিতা চার শাবকের (Cheetah Cub) জন্ম দিল। বুধবার টুইট করে এই সুসংবাদ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব (Bhupender Yadav)। এদিকে, চিতাশাবকের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই যারপরনাই উচ্ছ্বসিত হয়ে পড়েন পশুপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বহুজন শেয়ার করেছেন এই চিতাশাবকদের ছবি।

চিতা শাবকদের ছবি-ভিডিয়ো শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “বন্যপ্রাণ সংরক্ষণে ইতিহাস তৈরি হল। ১৭ সেপ্টেম্বর যে চিতাদের ছাড়া হয়েছিল, তার মধ্যে একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে।” টুইটটিকে মোদিকে ট্যাগও করেন ভূপিন্দর যাদব। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য চিতার প্রতিপালন এবং রক্ষণাবেক্ষণে জড়িত ব্যক্তিদেরকে অভিনন্দনও জানিয়েছেন।

বন দপ্তর সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই বনকর্মীরা গর্ভবতী চিতাটির উপরে আলাদা করে খেয়াল রাখছিলেন। নতুন পরিবেশে অন্তঃসত্ত্বা চিতা কী ভাবে মানিয়ে নেয় এখন সেদিকেই বিশেষ নজর ছিল তাদের। বর্তমানে সুস্থ আছে মা এবং শাবকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় ভারতের জঙ্গলগুলি দাপাতো চিতারা। কিন্তু ধীরে ধীরে চিতার সংখ্যা কমতে থাকে দেশে। তবে, ৭০ বছর পর দেশে যেন চিতার গর্জন বাড়ল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর