৭ দিন ধরে গ্রামে আসেনি জল, রাস্তায় নেমে প্রতিবাদ গ্রামের মহিলাদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চাকদহ এলাকা জুড়ে গত এক সপ্তাহ ধরে দেখা দিয়েছে প্রবল জল সংকট। সাত দিন ধরে প্রায় জলশুন্য চাকদহ ব্লকের একাধিক অঞ্চল। এর ফলে ব্যাপকভাবে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষেরা। পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে প্রতিবাদের সামিল হলেন অঞ্চলের প্রমিলা বাহিনী। ভুক্তভুগীরা আজ অবরোধ করেন ৩৪ নম্বর জাতীয় সড়ক।

প্রতিবাদে সামিল হন শিমুরালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে শিমুরালি পঞ্চায়েতের অধীনস্থ একাধিক এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ। পানীয় জলের অভাবে ছোট শিশুদের জন্য রান্না করা যাচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। পানীয় জল না থাকায় বেশি টাকা দিয়ে বেসরকারিভাবে জল কিনতে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষেরা।

এক গ্রামবাসীর কথায়, “পুকুর ভরাট হয়ে গিয়েছে। বিকল্প কোনো জলের ব্যবস্থা নেই। পঞ্চায়েত এলাকায় টিউবওয়েল নেই। চাকদহ পুরসভা থেকে জল সরবরাহ করতে পারে। কিন্তু করছে না।” বাসিন্দাদের অভিযোগ চাকদহ ব্লকের চাঁদুরিয়া, শিমুরালি, রাউতারি সহ বিভিন্ন এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ। এর প্রতিবাদে প্রধান রাস্তার উপর বাঁশ বেঁধে পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা।

Nadia water issue

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তা সম্প্রসারণ এর কাজের সময় জেসিবি পাইপলাইন ফাটিয়ে দিয়েছে। এর ফলে চাকদহ ব্লকের বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিন্তু জাতীয় হাইওয়ে অথরিটি এই ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। এই প্রসঙ্গে পি এইচ ই আধিকারিক শিপ্রা নন্দী বলেছেন, আমরা গঙ্গার পরিশ্রুত জল দরাপপুর, বল্লভপুর, চৌগাছা অঞ্চলে দিতে পেরেছি। লোকেদের নির্দেশ দিয়েছি, যাতে পাইপ লাইনের কাজ ঠিক মত করা হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X