মা-বাবা, শিক্ষকদের ঋণ শোধ করা যায়না, শিক্ষারত্ন অনুষ্ঠানে বললেন মমতা ব্যানার্জী

বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস পালিত হচ্ছে মহা সমারোহে৷ এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) সমাজ গঠনের কারিগর শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ একই সঙ্গে শিক্ষক দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমেই বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাকে কেউ কখনও ভুলে না এমনটাই বলেন৷ পাশাপাশি টাকা দিয়ে শিক্ষকদের ঋণ শোধ করা যায় না বলেও জানান তিনি৷

অন্য দিকে রাজ্য সরকার শিক্ষকদের স্বার্থে যে বিশেষ পদক্ষেপগুলি গ্রহণ করেছে সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যে পড়ুয়াদের সাহায্যের জন্য কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল বিতরণের প্রসঙ্গ তুলে ধরেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে৷ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মায়ের সংসারের প্রসঙ্গ টেনে এনেছেন৷ তিনি জানিয়েছেন যখন সংসারে ভাড়ার টান ধরে মা তখন লক্ষ্মীর ধরার ভেঙে দেন৷ ঠিক সে ভাবেই রাজ্যের ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুশো কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন৷ সেখান থেকেই যাঁরা গবেষণা করবেন তাঁদের জন্য 20 কোটি টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ও সবুজসাথী আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে সে বিষয়েও গর্বিত বোধ করে মুখ্যমন্ত্রী মেয়েদের পড়াশোনা ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার আশা রেখেছেন৷ শিক্ষা ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের পাশাপাশি সরকারের উন্নয়নের প্রচেষ্টার বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বাংলা বিষয় এখন এক নম্বরে আশায় শিক্ষা সমাজের গর্ব হওয়া উচিত বলে মনে করছেন৷

শিক্ষা খাতে রাজ্যের একাধিক প্রকল্পের কথা তুলে ধরে এ দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের মতো কেন্দ্রও নতুন নতুন প্রকল্প চালু করে কিন্তু প্রথমবারে রাজ্যের সমান টাকা দিয়ে পরে সেই টাকা দেওয়া বন্ধ করে দেয় ফলে সেই প্রকল্পের টাকা রাজ্য সরকারকেই দিতে হয়৷

সম্পর্কিত খবর