বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারকেও (State Government) কেন্দ্রের সমান হারে মহার্ঘভাতা দিতে হবে এমনটাই দাবি তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ঠিক এই পরিস্থিতিতেই জানা গিয়েছে যে বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। সম্প্রতি অর্থ দপ্তরের তরফে অর্থ বরাদ্দের চিঠি পৌঁছে গিয়েছে শিক্ষা দপ্তরে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত মার্চ মাসের ১ তারিখ থেকে ৮ শতাংশ ডিএ (Dearness Allowance) পাবেন বেশ কিছু স্কুলের শিক্ষকেরা। আগামী সপ্তাহেই বিকাশ ভবনের তরফে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্য সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও এই পার্থক্য থাকার কারণ কী?
যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে ওই বিশেষ স্কুলে শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। অর্থ দফতরের একটি সূত্র জানাচ্ছে, আইনি ও পদ্ধতিগত ত্রুটি ছাড়াই সরকারি নিয়ম ও বিধি মেনেই এই ডিএ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশেষ স্কুলের তালিকায় কোন কোন স্কুল আছে ?
জানা গিয়েছে, শিক্ষা দফতরের খাতায় ‘ডিএ গেটিং স্কুল’ হিসেবে চিহ্নিত রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কারমেল, মহেশ্বরী হাইস্কুল, জালান বালিকা বিদ্যালয়, পাঠভবন, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়, তাতিয়া হাই স্কুল। এইসব স্কুলের কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই অধিক হারে ডিএ পাবেন।
অর্থ দপ্তরের সূত্রে খবর, এই বিদ্যালয়গুলিতে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি শিক্ষকদের বেতন দিয়ে থাকে। সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম। এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা ২০০৯ অনুযায়ী বেতন পান। এই কারণেই তাঁদের ক্ষেত্রে ডিএর পরিমাণ বেড়ে ৮ শতাংশ করা হচ্ছে।