বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে করোনা নিয়ে উত্তাল দেশ, তার পাশাপাশি আবার শুরু হয়েছে বর্ষা। কিন্তু আমাদের পাশে প্রতিনিয়ত ছাতার মত সেবা দান করেছে চলছে পুলিশ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এগিয়ে এসে আমাদের সেবা করে যাচ্ছে। শনিবার রাতে দিল্লীতে (Delhi) প্রবল বৃষ্টি হয়েছে, আর তাতে জলমগ্ন হয়ে উঠেছে এলাকা।
Through my lens yesterday a @DelhiPolice constable was trying to help a auto driver amid heavy waterlogging after heavy rainfall in Delhi. pic.twitter.com/7BpYV9gbVm
— Anindya Chattopadhyay (@ANINDYAtimes) July 20, 2020
দেখা গেছে রবিবার এলাকার এমন অনেক জায়গায় এমন জল জমেছে তাতে হাঁটা তো দুষ্কর, যেন পুকুর হয়ে গেছে। মিন্টো ব্রিজের নীচে এত জল জমেছে যে সেখান দিয়ে যাওয়ায় সময় এক অটো চালকের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে।
Through my lens yesterday a @DelhiPolice constable was trying to help a auto driver amid heavy waterlogging after heavy rainfall in Delhi. pic.twitter.com/7BpYV9gbVm
— Anindya Chattopadhyay (@ANINDYAtimes) July 20, 2020
এক দিল্লী পুলিশ এসে সেই অটোটাকে সরাচ্ছে, আর এই ছবিটা অনিন্দ্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি। হাজার হাজার লাইকও পড়েছে।
Through my lens yesterday a @DelhiPolice constable was trying to help a auto driver amid heavy waterlogging after heavy rainfall in Delhi. pic.twitter.com/7BpYV9gbVm
— Anindya Chattopadhyay (@ANINDYAtimes) July 20, 2020
ছবিটি নিয়ে নানান জন নানান মত পোষণ করেছেন। এক জন লিখেছেন, আমরা ধন্যবাদ জানাই দিল্লী পুলিশকে। তারা সর্বদা আমাদের পাশে থাকে। আর আমাদের পাশে থাকার জন্য আমরা তাদের সেলাম জানাই। কঠিন পরিস্থিতিতে তারা সর্বদা পাশে থাকে।