বাংলা হান্ট ডেস্ক: ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথকে ভরসা করেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, দূরপাল্লার যাত্রার ক্ষেত্রেও ট্রেনের জুড়ি মেলা ভার। এছাড়াও, যাতায়াতের অন্যান্য মাধ্যমগুলির তুলনায় ট্রেনের ভাড়াও অত্যন্ত কম। যার ফলে সকলেই খুব সহজে ট্রেন জার্নি করতে পারেন।
এদিকে, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের যাত্রীর সংখ্যা। যার ফলে যাত্রীদের চাহিদা এবং সুষ্ঠুভাবে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেল তাদের পরিষেবাকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক পরিকল্পনা গৃহীত হয়েছে। এই পরিকল্পনার মধ্যে যেমন রয়েছে যাত্রীদের সুরক্ষা, ঠিক তেমনি রয়েছে যাত্রীদের আরামদায়ক সফরের বিষয়টিও।
আমরা সকলেও জানি, দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে টিটিই বা টিকিট পরীক্ষকরা আসেন। সঠিক টিকিট পরীক্ষার পাশাপাশি যাত্রীদের বিভিন্ন অভাব-অভিযোগের কথাও শোনেন তাঁরা। তবে, প্রায়ই দেখা যায় যে, যাত্রীদের বিশ্রামের সময়ে টিকিট এবং সিট চেক করতে আসেন পরীক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে বহু ক্ষেত্রেই টিকিট পরীক্ষকদের সাথে যাত্রীদের বচসার খবরও সামনে এসে। তবে জেনে রাখা প্রয়োজন, ভারতীয় রেলে এমন নিয়ম রয়েছে যাতে ট্রেনে সফরকালে কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। এমনকি টিকিট পরীক্ষকও তা পারেন না।
নিয়ম অনুযায়ী, টিকিট পরীক্ষক ট্রেনের মধ্যে কোনো যাত্রীকে রাত্রি ১০ টার পর আর টিকিটের জন্য বিরক্ত করতে পারবেন না। তবে, টিকিট পরীক্ষকরা সকাল ৬ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত টিকিট যাচাই করার কাজ নির্দ্বিধায় করতে পারেন। যদিও, রাতে ঘুমানোর পর কোনো যাত্রীকেই টিকিট সংক্রান্ত ব্যাপারে বিরক্ত করতে পারবেন না তাঁরা।
অর্থাৎ, ভারতীয় রেলের তরফ থেকে টিকিট পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নিয়ম মেনেই যাত্রীদের টিকিট পরীক্ষা করতে থাকেন পরীক্ষকরা। এর ফলে দূরপাল্লার যাত্রীদের মাঝরাতে আর টিকিট দেখাতে হবেনা টিটিইদের।
প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল যাত্রীরা রাত্রি দশটার পর ট্রেনে উঠছেন তাঁদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ রাত্রি দশটার পর যে সকল যাত্রীরা ট্রেনে উঠবেন তাঁদের টিকিট এবং এবং আইডি যাচাই করার অধিকার রয়েছে টিকিট পরীক্ষকের। তবে, রাত্রি দশটার আগে যে সমস্ত যাত্রীরা ট্রেনে সওয়ার হয়েছেন তাঁদের জন্য উপরে উল্লিখিত নিয়মটি প্রযোজ্য।